ভোরের দিকে টের পাওয়া যাচ্ছে, সে আসছে। কলকাতার বহু অপেক্ষার শীত, উত্তুরে হাওয়ায় নামছে পারদ। কুয়াশাও দেখা যাচ্ছে। যদিও বেলা বাড়তেই গায়েব হচ্ছে হেমন্তের হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতায় পারদ নামবে ২০ ডিগ্রিতে। সামনের বুধবারের মধ্যে আরও নামতে পারে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। আজকের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধেয় শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে।
পাহাড়ি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে ১ বা ২ ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। কোথাও ১৭ ডিগ্রির কাছাকাছি আবার কোথাও ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। অন্য দিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখে।