scorecardresearch
 

Dry Days In Kolkata: পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের যে খবর জানতেই হবে

Dry Days During Durga Pujo: অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে উৎসবের মরশুম। এই মাসেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর সময় প্রচুর পরিমাণে মদ বিক্রি হয় বাংলায়। এই মদ বিক্রি করে মোটা টাকা রাজ্য কোষাগারে জমা পড়ে।

Advertisement
পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের যে খবর জানতেই হবে পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের যে খবর জানতেই হবে
হাইলাইটস
  • ভারতে ড্রাই ডে হল এমন একটি দিন যেখানে অ্যালকোহল বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ
  • পুজোর সময় প্রচুর পরিমাণে মদ বিক্রি হয় বাংলায়

Dry Days During Durga Pujo: ভারতে ড্রাই ডে হল এমন একটি দিন যেখানে অ্যালকোহল বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ। ড্রাই ডে-তে মদের দোকানগুলি বন্ধ থাকে। হোটেল, বার এবং রেস্তরাঁগুলিও অ্যালকোহল পরিবেশন করতে পারে না। যদি রাজ্য আবগারি দফতর থেকে কোনও ড্রাই ডে-তে মদ বিক্রিতে ছাড় দেয়, তবে সেক্ষেত্রে মদ বিক্রি করা যায়। ড্রাই ডে-র উদ্দেশ্য হল জনসাধারণের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রচার করা এবং অ্যালকোহল সংক্রান্ত সমস্যা কমানো। সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করার জন্য ধর্মীয় ছুটির দিনেও ড্রাই ডে পালন করা হয়।

অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে উৎসবের মরশুম। এই মাসেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর সময় প্রচুর পরিমাণে মদ বিক্রি হয় বাংলায়। এই মদ বিক্রি করে মোটা টাকা রাজ্য কোষাগারে জমা পড়ে। এই মাসে একাধিক ড্রাই ডে রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

অক্টোবর মাসে ড্রাই ডে-র তালিকা

আরও পড়ুন

  • ২ অক্টোবর, সোমবার: গান্ধী জয়ন্তী
  • ৮ অক্টোবর, রবিবার: মহারাষ্ট্রে নিষিদ্ধ সপ্তাহ হওয়ায় সব মদের দোকান ও বার বন্ধ থাকবে।
  • ২৪ অক্টোবর, মঙ্গলবার: দশেরা
  • ২৮ অক্টোবর, শনিবার: মহর্ষি বাল্মীকি জয়ন্তী
  • ৩০ অক্টোবর, সোমবার: হরিজন দিবস (রাজস্থান)

ভারতে, জাতীয় বা আঞ্চলিকভাবে প্রায়ই স্থানীয় অনুষ্ঠান ও উৎসবের দিনে মদ বিক্রিতে বিধিনিষেধ চাপানো হয়। এছাড়াও, বিহার, গুজরাত, লাক্ষাদ্বীপ, মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো কিছু রাজ্যে সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। উপরন্তু, মণিপুরের নির্বাচিত জেলাগুলি আংশিক বিধিনিষেধ পালন করে।

ভারতে বৈধ মদ্যপানের বয়স রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয়। বেশিরভাগ রাজ্যে মদ্যপানের বৈধ বয়স ২১ বছর। তবে কিছু রাজ্যে, যেমন গোয়া এবং পুদুচেরিতে মদ্যপানের বৈধ বয়স ১৮। ভারতে মত্ত অবস্থায় গাড়ি চালানো গুরুতর অপরাধ। আপনি যদি অ্যালকোহল পান করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Advertisement

TAGS:
Advertisement