scorecardresearch
 

আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রাজ্যে

আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া (Dry Weather) থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যে। বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই বাংলায় (West Bengal)। তেমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Centre) রিপোর্ট।

Advertisement
আরও কয়েকদিন বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আরও কয়েকদিন বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর
হাইলাইটস
  • বাতাসে ঠান্ডা আমেজ
  • রাতে কমছে পারদ
  • আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা

বৃহস্পতিবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এবং সর্বনিম্ন ২২.৪ (০)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৪ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ।

তাপমাত্রা এক ধাক্কায় কিছু কমে যাওয়ায় শীতের আমেজ বইছে রাজ্যে। আগামী কয়েক দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এই পূর্বাভাস জেনে খুশি হতে পারেন বাঙালি। গত কয়েকদিন ধরে বেশ আরামদায়ক আবহাওয়া। পারদন নিম্নমুখী। তবে এর বাইরে আগামী কয়েক দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর।

কলকাতায় মঙ্গলবার বেলার দিক থেকে সামান্য কমতে শুরু করেছিল তাপমাত্রা। বুধবার এক ধাক্কায় তা ২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। ফলে আরামদায়ক আবহাওয়া তৈরি হয়েছিল। গত কয়েকদিন ভোরে এবং রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। দিন কয়েক তেমন চলবে। সোমবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

বুধবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওডিশায় সামান্য বৃষ্টি হয়েছিল। তবে এ রাজ্যে এখনও পর্যন্ত তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হচ্ছে। এই অঞ্চলের আবহাওয়া মোটের ওপর শুষ্কই ছিল। বিহার, সিকিম এবং বাংলার কিছু জায়গায় তাপমাত্রা বেশ কমে গিয়েছিল। বাতাসে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। শীত কবে আসবে, তার ঠিক করে বলা যাচ্ছে না। তবে এই আবহাওয়া দিব্যি উপভোগ করছে বাঙালি। বলা যায়, শীতের প্রস্তুতি নিতেও শুরু করেছে। অন্যদিকে, বৃহস্পতিবারও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওডিশায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আগামী দু'দিন অর্থাৎ শুক্র এবং শনিবারও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement

Advertisement