scorecardresearch
 

East-West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো এই শনিবারও বন্ধ, কাজ চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে

কাল, শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। শুধু শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই কাজ হবে তা-ই নয়।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • কাল, শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।
  • কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

কাল, শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। শুধু শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই কাজ হবে তা-ই নয়।

মেট্রোর তরফে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশ নির্মীয়মাণ, সেখানেও ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে। ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট হার্ডঅয়্যার ও সফট্‌অয়্যার সংক্রান্ত একটি কারিগরি প্রক্রিয়া। তারই কাজ হবে।

উল্লেখ্য, শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। শহরের তথ্য ও প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর-ফাইভে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, সেই অফিসযাত্রীদের প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই। শনিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে, সেই যাত্রীদের সমস্যায় পড়তে হবে। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোর তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শহরজুড়ে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজও চলছে জোরকদমে। চলতি বছরের মধ্যেই বেশ কিছু সম্প্রসারণের কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা রয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ একবার সম্পূর্ণ হয়ে গেলে অনায়াসেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে গঙ্গার নীচ দিয়ে।

 

Advertisement