নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি। সূত্রের খবর, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সকালে ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের।
বড়বাজারে যে জায়গায় ইডি আধিকারিকেরা হানা দিয়েছেন, সেটি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, হিসাবে গরমিল সংক্রান্ত বিষয়ে তদন্তের সূত্রেই সেখানে হানা দেওয়া হয়েছে। মানিক তলায় সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা নামে দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে বলেও জানা যাচ্ছে।
ওই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেই কারণে তাদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য।
রাজ্যে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা অনেক নিয়োগ করা হয়েছিল। বড় পরিসরে দুর্নীতি ফাঁস হওয়ার পর তদন্ত শুরু হয়। এই মামলায় গ্রেফতার করা হয়েছে অনেক শিক্ষক ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও।