কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শিয়ালদা ইএসআই হাসপাতালে ভোরবেলায় বিধ্বংসী আগুন লাগে। দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। ৮০ জন রোগীকে নিরাপদে সরানো হয়েছে বলে দাবি। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
সূত্রের খবর, শুক্রবার ভোর ৫টায় আগুন লাগে হাসপাতালে মেল সার্জারি ওয়ার্ডে। তড়িঘড়ি সরানো হয় রোগীদের। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
দমকল সূত্রে খবর, প্রায় ৮০ জন রোগীকে অন্যত্র সরানো হয়েছে। দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। ওই রোগী ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবারও কলকাতায় আগুন লেগেছিল। বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি গাড়ি। কারখানার ট্যাঙ্কারে আগুন লাগে। তাতে রাসায়নিক মজুত করা ছিল বলে সন্দেহ। অগ্নিকাণ্ডে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গত জুন মাসে কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। ওই মাসে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে অ্যালেন পার্কের কাছে একটি বহুতলে আগুন লেগেছিল। একটি রেস্তরাঁয় আগুন লেগেছিল। জানা গিয়েছিল, রেস্তরাঁয় নানা দাহ্য পদার্থ মজুত ছিল। তার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। তার আগে, চলতি বছরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। গত এপ্রিল মাসে বড়বাজারে নাখোদা মসজিদের কাছে একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। কেউ হতাহত হননি।প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। জানা গিয়েছিল, ওই গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে ওই বহুতলের মধ্যে প্লাস্টিকের গুদাম ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, অতীতে বড়বাজারে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম ২০১৮ সালে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড। সে বছরের সেপ্টেম্বর মাসে আগুন লেগেছিল। প্রায় ২ দিন ধরে জ্বলছিল আগুন। আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছিল প্রায় ৪ দিন। বহু ক্ষয়ক্ষতি হয়।