scorecardresearch
 

Fire At Belgachia: বেলগাছিয়ায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

বেলগাছিয়ায় মিল্ক কলোনিতে আগুন। ভয়াবহ আগুন লেগেছে মিল্ক কলোনির একটি বহুতলে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুনের জেরে কালো ধোঁয়ায় ভরেছে গোটা এলাকা। অনেক দূর থেকে শিখা দেখা যাচ্ছে।

Advertisement
বেলগাছিয়ায় মিল্ক কলোনির বহুতলে আগুন বেলগাছিয়ায় মিল্ক কলোনির বহুতলে আগুন
হাইলাইটস
  • বেলগাছিয়ায় মিল্ক কলোনিতে আগুন
  • লড়াই চালাচ্ছে দমকলের ১২টি ইঞ্জিন

বেলগাছিয়ায় মিল্ক কলোনিতে আগুন। ভয়াবহ আগুন লেগেছে মিল্ক কলোনির একটি বহুতলে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুনের জেরে কালো ধোঁয়ায় ভরেছে গোটা এলাকা। অনেক দূর থেকে শিখা দেখা যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পাঁচতলা বিল্ডিংয়ের এক তলায় প্রথমে আগুন লাগে। ক্রমেই সেখা থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্য তলাতেও। আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দমকলের ৪টি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে যায়। তারপর আরও ৮টি ইঞ্জিন যায়। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। পুলিশের তরফে এনিয়ে কিছু জানানো হয়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ।

আরও পড়ুন

TAGS:
Advertisement