scorecardresearch
 

Manab Mukherjee Passes Away: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে দুপুরে মানব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৭ বছর। ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মানব মুখোপাধ্যায়ের কন্যা হিয়া মুখোপাধ্যায়।

Advertisement
প্রয়াত রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মানব মুখোপাধ্যায় প্রয়াত রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মানব মুখোপাধ্যায়
হাইলাইটস
  • প্রয়াত রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মানব মুখোপাধ্যায়
  • দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার  দুপুরে মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে দুপুরে মানব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৭ বছর। ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মানব মুখোপাধ্যায়ের কন্যা হিয়া মুখোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়। বাম আমলের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। দু'বার সেরিব্রাল অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি । গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে।  তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন  সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ দলের নেতারা।

প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী। এই অসুস্থতার কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মানব মুখোপাধ্যায়কে। তাও ফোনে যোগাযোগ রাখতেন তিনি। মাঝেমধ্যে পার্টি অফিসে আসতেন। তবে সেটা নিয়মিত ছিল না। সকলের সঙ্গে ফোনেই যোগাযোগ রাখতেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় ছিলেন এই নেতা। তাঁর লেখা একাধিক বইও প্রকাশ হয়েছে। ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার নির্বাচনে লড়াই করেন মানব মুখোপাধ্যায়। সেই বছরই বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। তবে ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দুই বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হন। পরের দফায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ছিলেন তিনি।
কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। সেই সময়ে বেশ কিছুদিন বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সিপিএম সূত্রে খবর, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

সিপিএম দলের তরফে জানান  হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ এবং চোখ দান করা আছে। ওনার দেহ মঙ্গলবার পিস হেভেনে রাখা হবে। আগামিকাল কলকাতা মেডিকেল কলেজে মানব মুখোপাধ্যায়ের  দেহ দান করা হবে। পার্টির রাজ্য দফতরেও নিয়ে যাওয়া হবে প্রাক্তন মন্ত্রীর মরদেহ। 

Advertisement