scorecardresearch
 

Metro Railway: সোমবার গান্ধী জয়ন্তীতে মেট্রো কম, প্রথম ও শেষ ট্রেন কখন?

দুর্গাপুজোর কেনাকাটার পালা জোরকদমে শুরু হয়েছে। সেজন্য শনিবার ও রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) বেশি মেট্রো চলছে। গান্ধী জয়ন্তীতে কম চলবে মেট্রো। পুজোর আগে পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার কত মেট্রো চলবে? কখন ও শেষ ট্রেন ছাড়বে?

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • দুর্গাপুজোর কেনাকাটার পালা জোরকদমে শুরু হয়েছে।
  • সেজন্য শনিবার ও রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) বেশি মেট্রো চলছে।

দুর্গাপুজোর কেনাকাটার পালা জোরকদমে শুরু হয়েছে। সেজন্য শনিবার ও রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) বেশি মেট্রো চলছে। গান্ধী জয়ন্তীতে কম চলবে মেট্রো। পুজোর আগে পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার কত মেট্রো চলবে? কখন ও শেষ ট্রেন ছাড়বে?

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ অক্টোবর (রবিবার) পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানো হবে। উল্লেখ্য, ১৪ অক্টোবর মহালয়া পড়েছে। আর আগামী ২০ অক্টোবর পড়েছে মহাষষ্ঠী। 

শনিবার কতগুলি মেট্রো চলবে? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমনিতে শনিবার ২৩৪টি মেট্রো চলাচল করে। পুজোর আগে চারটি শনিবার ২৮৮টি মেট্রো (আপ অভিমুখে ১৪৪টি মেট্রো এবং ডাউন অভিমুখে ১৪৪টি মেট্রো) চলবে। চারটি শনিবার হল - ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর। 

আরও পড়ুন

সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে মেট্রো উত্তর-দক্ষিণ মেট্রোতে ২৩৪টি পরিষেবা চালাবে (নীল লাইন)। এবং পূর্ব-পশ্চিম মেট্রোতে (গ্রীন লাইন) ৯০টি পরিষেবা। মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোরে (নীল লাইন) ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে 'গান্ধী জয়ন্তী' একটি জাতীয় ছুটির দিনে ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে৷ এই ২৩৪টি পরিষেবার মধ্যে, ১৬০টি পরিষেবা দক্ষিণেশ্বরে এবং সেখান থেকে চলবে৷ এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
 
প্রথম পরিষেবা:
সকাল 0৬:৫০ মিনিট। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
0৬:৫০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
0৬:৫৫ মিনিট দমদম থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
0৭:00 টা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
 
শেষ পরিষেবা:

রাত ৯:২৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
২১:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
২১:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই)

Advertisement


সবুজ লাইন
মেট্রো ১০৬টি দৈনিক পরিষেবার পরিবর্তে পূর্ব-পশ্চিম মেট্রোতে (গ্রীন লাইন) ৯০টি (৪৫ পূর্বমুখী + ৪৫ পশ্চিমগামী) পরিষেবা চালাবে। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
 
প্রথম পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত 0৬.৫৫ টায় (কোন পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত 0৭.০০ টায়। (পরিবর্তন নেই)
 
শেষ পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৯.৩৫ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত ০৯.৪০ টায়। (পরিবর্তন নেই)

 

Advertisement