কানে হেডফোন লাগানো অবস্থায় স্বর্ণ কারিগরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কলকাতার সিঁথি থানা এলাকায়। মৃত স্বর্ণ কারিগরের নাম খোকন পাত্র। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, খোকন পাত্র হুগলির বাসিন্দা। দিনকয়েক আগে সিঁথির গোপাল চন্দ্র বোস লেনের একটি কারখানায় স্বর্ণ কারিগর হিসেবে কাজে যোগ দেন তিনি। বুধবার রাতে ওই কারখানারই ফাঁকা ছাদে কংক্রিটের পিলারে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সেই সময় তাঁর কানে হেডফোন লাগানো ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এই বিষয়ে খোকন পাত্রর সহকর্মীরা জানাচ্ছেন, এদিন প্রচুর মদ্যপান করেছিলেন তিনি। কানে হেডফোন দিয়ে কারও সঙ্গে ফোনে কথাও বলছিলেন খোকন। তার কিছুক্ষণ পরেই খোকনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। কথা বলতে বলতেই খোকন আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁর সহকর্মীদের।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশেরও প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন ওই স্বর্ণ কারিগর। তবে কেউ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল কি না সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।