scorecardresearch
 

SSKM-এর হস্টেলের শৌচাগারে ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যু ঘিরে রহস্য

সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিটন হস্টেলের আবাসিক ছিলেন ওই ছাত্রী। হোস্টেলের আবাসিকরা জানিয়েছেন, এদিন সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর শৌচাগার থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

Advertisement
এসএসকেএম এসএসকেএম
হাইলাইটস
  • যাদবপুরে ছাত্রমৃত্যুতে তোলপাড় রাজ্য। এখনও সেই রেশ কাটেনি। আর তারই মধ্যে শহরে ফের পড়ুয়ার মৃত্যু।
  • SSKM-এর হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। 
  • সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

যাদবপুরে ছাত্রমৃত্যুতে তোলপাড় রাজ্য। এখনও সেই রেশ কাটেনি। আর তারই মধ্যে শহরে ফের পড়ুয়ার মৃত্যু। SSKM-এর হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। 

সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিটন হস্টেলের আবাসিক ছিলেন ওই ছাত্রী। হোস্টেলের আবাসিকরা জানিয়েছেন, এদিন সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর শৌচাগার থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের একাংশের দাবি, তখন আছন্ন অবস্থায় ছিলেন ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

আরও পড়ুন

এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ছাত্রীরা তাঁকে আংশিক ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। হস্টেল কর্তৃপক্ষ, আবাসিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

মৃত ছাত্রী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। লিটন হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। 

TAGS:
Advertisement