তিনি বিজেপিতেই আছেন, থাকবেন। দল বদলের জল্পনা উড়িয়ে দাবি করলেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি, তা বিকৃত করা হয়েছে বলেও দাবি তাঁর। দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন হিরণ চট্টোপাধ্যায়।
হিরণ বলেন, অভিষেকের সঙ্গে আমার ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত যোগাযোগ ছিল। কিন্ত তারপর থেকে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। ওই ছবি ইম্প্রোভাইজড। আপনারা আরআরআর দেখননি। ওই ছবিতে যা দেখানো হয়েছিল, তা কী সত্যি ? তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।
সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ সাক্ষাৎ করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। তা নিয়ে হিরণ বলেন, ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক ছিল। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। ২০২১ সাল থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। ছবি নিয়ে তাঁর বক্তব্য, শুধু ছবি কেন ভিডিয়োও আসতে পারে।
আরও পড়ুন-Hiran Chatterjee: হিরণও ছিলেন মিটিংয়ে? অভিষেকের অফিসে ২ BJP বিধায়ককে ঘিরে জল্পনা
দলবদলের জল্পনার মধ্যেই শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন হিরণ। শুভেন্দুর নিজাম প্যালেসের দফতরে প্রায় আধ ঘণ্টা ছিলেন খড়্গপুরের বিধায়ক। একান্তে আলোচনা করেন তাঁরা। তারপর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেন হিরণ। বলেন, তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তদন্ত চলছে। যদি তাঁর জেল হয়, তাহলে মিঠুন চক্রবর্তীকে ফের টাকা ফেরত দিতে হবে। কারণ তিনি সম্প্রতি দেবের প্রযোজনায় প্রজাপতি সিনেমা করেছেন।
আরও পড়ুন- 'অনেক হরিণই ধরা পড়েছে', হিরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের, 'নিলে ঝামেলা চুকবে', বললেন দিলীপ