scorecardresearch
 

Ram Navami Holiday : রাজ্য সরকারি কর্মী-ছাত্রছাত্রীদের জন্য নতুন ছুটি ঘোষণা রাজ্যের, কবে?

রাজ্য সরকারি কর্মী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবারই প্রথম এই ছুটি মিলবে। এই নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement
Bengal Holiday Bengal Holiday
হাইলাইটস
  • রাজ্য সরকারি কর্মী-ছাত্রছাত্রীদের জন্য নতুন ছুটি ঘোষণা রাজ্যের
  • কবে এই ছুটি মিলবে ?

রাজ্য সরকারি কর্মী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবারই প্রথম এই ছুটি মিলবে। এই নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই দিন রাজ্য সরকারের জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। 

আগামী ১৭ এপ্রিল রামনবমী। সেদিনই এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল বুধবার রামনবমী। সেদিনই এই ছুটি পাবেন রাজ্য সরকারি এবং সরকার পোষিত সব প্রতিষ্ঠান। অর্থাৎ সেদিন সব সরকারি স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

লোকভা ভোটের আগে রাজ্য সরকারের এই ছুটি ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রামনবমী বেশ ধুমধাম সহকারে পালিত হয়ে আসছে। যা নিয়ে রাজনীতিও কম হয়নি। তারমধ্যেই সামনে লোকসভা ভোট। এই পরিস্থিতির মধ্যে রামনবমীতে ছুটি ঘোষণা করা হল। যদিও বিজেপি এই ঘোষণার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে। তবে রাজ্যের শাসকদল এই তত্ত্ব মানতে নারাজ। তাদের তরফে যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু রাজ্য সরকার বিভিন্ন উৎসবে ছুটি দিয়ে থাকে সেই কারণে রামনবমীতেও ছুটি ঘোষণা করেছে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্য সরকার সব ধর্ম-সম্প্রদায়ের উৎসবকে সম্মান করে। তাই তারা ছুটি ঘোষণা করেছে। 
এর সঙ্গে ভোট বা দলের স্বার্থের কোনও যোগ নেই। 

আরও পড়ুন

প্রসঙ্গত, এবছর পয়লা বৈশাখ পড়ছে রবিবার। ইংরেজির ১৪ এপ্রিল। প্রতিবার এই দিনটিতে ছুটি পান রাজ্যের সরকারি কর্মীরা। তবে নববর্ষ যেহেতু রবিবার পড়েছে তাই তাই পয়লা বৈশাখে বাড়তি কোনও ছুটি নেই। 

উল্লেখ্য, গত কয়েক বছরে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে হিংসার ঘটনা সামনে এসেছে। হুগলি, হাওড়ার মতো জেলার মানুষকে হিংসার ঘটনার সাক্ষী থাকতে হয়েছে। সেজন্য বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। 

Advertisement

Advertisement