scorecardresearch
 

Kolkata Airport-এ মৌমাছির হানা, ২ দিন বিলম্বে বিমান

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) মৌমাছির হানা (Honey Bee attack)। তাও আবার পরপর ২ দিন। যার জেরে দুই দিনই বিলম্বিত বিমান চলাচল। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিমানবন্দরের দমকল বিভাগের তৎপরতায় মৌমাছি মুক্ত করা হয় বিমান দুটিকে। কোথা থেকে মৌমাছি আসছে তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority)।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ২টি বিমানে মৌমাছির হানা
  • বিমানগুলিকে মৌমাছি মুক্ত করল দমকল
  • বিলম্বে ছাড়লো বিমান


কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) মৌমাছির হানা (Honey Bee attack)। তাও আবার পরপর ২ দিন। যার জেরে দুই দিনই বিলম্বিত বিমান চলাচল। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিমানবন্দরের দমকল বিভাগের তৎপরতায় মৌমাছি মুক্ত করা হয় বিমান দুটিকে। কোথা থেকে মৌমাছি আসছে তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority)।

জানা গেছে, মৌমাছির দল প্রথম হানা দেয় রবিবার। এদিন বিমানবন্দরের ২৫ নম্বর বে তে দিল্লি রওনা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা একটি বিমানে হঠাতই দেখা যায় এক ঝাঁক মৌমাছি। বিমানের বেশিরভাগ অংশই নিজেদের দখলে নিয়ে দেয় মৌমাছির দল। দ্রুত পোকামাকড় মারার স্প্রে দিয়ে মৌমাছিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন বিমানের কর্মীরা। কিন্তু ব্যর্থ হন তাঁরা। এরপর ডাক পড়ে বিমানবন্দরের দমকল বাহিনীর। তারা জল স্প্রে করে তাড়ায় মৌমাছিগুলিকে। এই ঘটনার জেরে ঘণ্টা খানেক বিলম্ব হয় বিমান ছাড়তে। তবে এখানেই শেষ নয়। পরের দিন সকালে আবারও ফিরে আসে মৌমাছির দল। এবার তারা হানা দেয় পোর্ট ব্লেয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ২৬ নম্বর বে তে দাঁড়িয়ে থাকা একটি বিমানে। খবর পেয়ে বিমানে পৌঁছায় দমকল বাহিনী। এবারও তাড়ান হয় মৌমাছিগুলিকে। এক্ষেত্রেও দেড়িতেই ছাড়ে বিমান।

পরপর দুই দিন একই ধরনের ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে তেমনই কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের সুরক্ষা নিয়েও। গোটা বিষয়টিতে নড়েচড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষও। এক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য জানান, কোথা থেকে মৌমাছির দল আসছে তা জানার চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। প্রসঙ্গত এর আগে ২০১৪ সালে কলকাতা বিমানবন্দরেরই রানওয়েতে পাখি থাকার কারণে অবতরণে মিনিট দশেক দেড়ি হয় একটি বিমানের। ২০১৮ সালেও কলকাতা বিমানবন্দরে একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির। ফলে জরুরী অবতরণ করতে হয় বিমানটিকে। আর এবার বিড়ম্বনার কারণ মৌমাছি। এক্ষেত্রে কত তাড়াতাড়ি বিমানবন্দরকে মৌমাছি মুক্ত করতে পারে কর্তৃপক্ষ, এখন সেটাই দেখার।

Advertisement

 

Advertisement