scorecardresearch
 

কতজন 'অভিযুক্ত' VIP ভর্তি SSKM-এ? রিপোর্ট চাইল হাইকোর্ট

এসএসকেএম হাসপাতালে কতজন ভিভিআইপি রয়েছেন, যাঁরা গ্রেফতার হয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন, হাসপাতালে কী কী সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন, তাও বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
এসএসকেএম হাসপাতাল ও কলকাতা হাইকোর্ট এসএসকেএম হাসপাতাল ও কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের SSKM-এ চিকিত্‍সা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল নিয়ে তাত্‍পর্যপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রভাবশালী ব্যক্তিরা বেড দখল করায় যদি সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন, তা হলে তা গুরুতর বিষয়। একই সঙ্গে এই অভিযোগের প্রেক্ষিতে SSKM হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। এসএসকেএম হাসপাতালে কতজন ভিভিআইপি রয়েছেন, যাঁরা গ্রেফতার হয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন, হাসপাতালে কী কী সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন, তাও বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। 

বস্তুত, নেতা-মন্ত্রী সহ রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের চিকিত্‍সা এসএসকেএম-এ হওয়ার একাধিক নজির রয়েছে। যেহেতু এসএসকেএম সরকারি হাসপাতাল, তাই রাজ্য সরকারের মন্ত্রীরা অনেক সময়ই এসএসকেএম-এ চিকিত্‍সা করান। মামলাকারী রমাপ্রসাদ সরকার এদিন আদালতে অভিযোগ করেন, এসএসকেএম-এ সাধারণ মানুষ বেড পাচ্ছে না। অথচ 'কালীঘাটের কাকু' ৪ মাস ধরে বেড দখল করে রয়েছে। রমাপ্রসাদের আইনজীবী এদিন শুনানিতে দাবি করেন, এসএসকেএম হাসপাতাল দুর্নীতিগ্রস্ত লোকজনের আশ্রয়স্থল হয়ে গিয়েছে। রাজ্যের যে সব প্রভাবশালী জেলে যাচ্ছেন, যাদেরকেই সিবিআই ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়, তারা এসএসকএম হাসপাতালে আশ্রয় নিচ্ছে।

যাবতীয় শুনানির শেষে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই অভিযোগ যদি সত্যি হয়, তা হলে তা গুরুতর বিষয়। এরপরেই এসএসকেএম হাসপাতালের রিপোর্ট তলব করেন প্রধানবিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন

এদিন আদালতে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, 'বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বুধবার সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর ভয়েস স্যাম্পেল গ্রহণ করার জন্য। কিন্তু তাঁকে ফের এসএসকেএম হাসপাতালে ফেরত আনা হয়েছে।' তাঁর দাবি, সুজয়কৃষ্ণ অত্যন্ত প্রভাবশালী। তাই এসএসকেএম-এ এতদিন ভর্তি থাকার সুযোগ পাচ্ছে।  

Advertisement

Advertisement