scorecardresearch
 

Sreebhumi Durgapuja: উৎসবে ফিরল কলকাতা, মহালয়াতেই জনজোয়ার শ্রীভূমিতে, সেই চেনা ভিড়

মহালয়ায় এবার অন্য ছবি দেখেছে কলকাতা। রাজপথজুড়ে শুধুই প্রতিবাদের ছবি। আরজি করকাণ্ডের আবহে 'পুজোয় আছি, উৎসবে নেই' -তে শামিল হয়েছেন অনেকে। তবে দেবীপক্ষের শুরুতেই সূর্যাস্তের পর কলকাতার ছবিটা পাল্টে গেল। সেই চেনা ভিড়। ঠাকুর দেখার হিড়িক পড়ল কলকাতার অন্যতম নামী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মহালয়ার সন্ধ্যার পরই শ্রীভূমিতে ধরা পড়ল কাতারে কাতারে ভিড়ের ছবি। যাকে বলে জনজোয়ার। 

Advertisement
শ্রীভূমিতে জনপ্লাবন। শ্রীভূমিতে জনপ্লাবন।
হাইলাইটস
  • ঠাকুর দেখার হিড়িক পড়ল কলকাতার অন্যতম নামী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।
  • শ্রীভূমিতে ধরা পড়ল কাতারে কাতারে ভিড়ের ছবি।
  • আলো ঝলমলে পরিবেশে মহালয়ার সন্ধ্যা যেন সপ্তমী-অষ্টমী।

মহালয়ায় এবার অন্য ছবি দেখেছে কলকাতা। রাজপথজুড়ে শুধুই প্রতিবাদের ছবি। আরজি করকাণ্ডের আবহে 'পুজোয় আছি, উৎসবে নেই' -তে শামিল হয়েছেন অনেকে। তবে দেবীপক্ষের শুরুতেই সূর্যাস্তের পর কলকাতার ছবিটা পাল্টে গেল। সেই চেনা ভিড়। ঠাকুর দেখার হিড়িক পড়ল কলকাতার অন্যতম নামী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মহালয়ার সন্ধ্যার পরই শ্রীভূমিতে ধরা পড়ল কাতারে কাতারে ভিড়ের ছবি। যাকে বলে জনজোয়ার। 

যেদিকে চোখ যায়, শুধুই মানুষের মাথা। ভিড় সামলাতে শশব্যস্ত হয়ে পড়লেন পুলিশকর্মীরা। আলো ঝলমলে পরিবেশে মহালয়ার সন্ধ্যা যেন সপ্তমী-অষ্টমী। সেইসঙ্গে দর্শনার্থীদের মোবাইলে ফটো তোলার হিড়িকও দেখা গেল। 

শ্রীভূমিতে সেই চেনা ভিড়।
শ্রীভূমিতে সেই চেনা ভিড়।

গত কয়েক বছর ধরেই মহালয়া থেকেই কলকাতায় ঠাকুর দেখার পর্ব শুরু হয়ে যায়। শ্রীভূমিতে এই ভিড় নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই শ্রীভূমিতে মহালয়া থেকেই জনজোয়ারের ছবি দেখা যায়। তবে এবার আরজি করকাণ্ডের জেরে ভিড় কেমন হবে, আদৌ শহরবাসী ঠাকুরদেখায় মাতবেন কি না, তা নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। কিন্তু মহালয়ার সন্ধ্যায় শ্রীভূমির সেই চেনা ভিড়ের ছবি যেন বলে দিল, উৎসবে তৈরি কলকাতা। 

আরও পড়ুন

 

কাতারে কাতারে ভিড় মহালয়াতেই।
কাতারে কাতারে ভিড় মহালয়াতেই।

মহালয়ার আগের দিনই শ্রীভূমির পুজোর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। শ্রীভূমি মানেই মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত। প্রতি বছরই ভিড়ে টেক্কা দেয় শ্রীভূমি। এবার তাদের থিম, তিরুপতি মন্দির। চোখধাঁধানো মণ্ডপের সঙ্গে সাবেকি প্রতিমা নজর কেড়েছে। 

অন্য দিকে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে আজ ফের পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতায় মহামিছিল করা হয়। যে মিছিলে পা মেলায় নাগরিক সমাজও। মিছিল শেষে ধর্মতলায় সমাবেশ করা হয়। তারপরে বাজে কদমতলা ঘাটে প্রদীপ প্রজ্বলন করা হয়। একদিকে যখন, প্রতিবাদ চলছে, ঠিক সেই দিনেই দুর্গাপুজোর চেনা ভিড়ের ছবি ধরা পড়ল এই শহরেই। 
 

Advertisement

Advertisement