scorecardresearch
 

CV Ananda Bose : 'আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল হতে চাই', বাংলায় বর্ষপূর্তিতে বলছেন বোস

তিনি গ্রাউন্ড জিরো রাজ্যপাল হতে চান। তিনি মানুষের সঙ্গে থাকতে চান। মানুষের পাশে দাঁডাতে চান। বাংলায় নিজের কার্যকালের মেয়াদের এক বছর পূর্তিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে এক বছর পূর্ণ করেছেন।

Advertisement
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপাল সিভি আনন্দ বোস
হাইলাইটস
  • তিনি গ্রাউন্ড জিরো রাজ্যপাল হতে চান
  • বাংলায় নিজের কার্যকালের মেয়াদের এক বছর পূর্তিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

তিনি গ্রাউন্ড জিরো রাজ্যপাল হতে চান। তিনি মানুষের সঙ্গে থাকতে চান। মানুষের পাশে দাঁডাতে চান। নিজের কার্যকালের মেয়াদের এক বছর পূর্তিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে এক বছর পূর্ণ করেছেন। তা নিয়ে একটি অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানে বলেন, বাংলায় হিংসা ও দুর্নীতি যাতে না হয়, সেদিকে নজর রাখা আমার অন্যতম কাজ হবে।  

রাজ্যপাল সিভি অনন্দ বোস নিজেকে গ্রাউন্ড জিরো রাজ্যপাল বলে অভিহিত করেন। তিনি বলেন, তাঁর কথায়, 'আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই। আমি মানুষের সঙ্গে থাকতে চাই। আমি মাঠে থাকতে চাই।' 

রাজ্যপাল হিসেবে আসার পর একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সিভি আনন্দ বোস। তবে তাঁর কথায়, 'আমি বিতর্ক তৈরির জন্য নই। আমার লক্ষ্য সবাইকে একসঙ্গে নিয়ে চলা ও কাজের ধারাবাহিকতা বজায় রাখা। রাজ্যপালের কখনও সংঘাতের মধ্যে জড়ানো উচিত নয়।' 

আরও পড়ুন

রাজ্য সরকারের সঙ্গে সিভি আনন্দ বোস একাধিকবার সংঘাতে জড়িয়েছেন বলে অভিযোগ। তা নিয়েও মন্তব্য করেন। বলেন, 'মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সম্পর্ক তিনটি স্তরের। একটি হল পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা। জনগণ যা চায় তা দেওয়াই মুখ্যমন্ত্রীর দায়িত্ব। রাজ্যপালকে দেখতে হবে আইনি ও সাংবিধানিক ব্যবস্থা বজায় আছে কি না। আর অবশ্যই রাজ্যপালকে যুক্তিবাদী হতে হবে। মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ এবং রাজনীতির ব্যাকরণ আছে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা কোনও বিষয়ে সহমত হতে পারি বা নাও পারি। তবে ভুললে চলবে না সবকিছুর একটা আদর্শ আছে।'

রাজ্যপালের আরও দাবি, গত এক বছরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি কথাও উচ্চারণ করেননি। বলেন, 'গত এক বছরে আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি বা লিখিনি। কোথাও হিংসা হলে আমি সেখানে যেতাম। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পাশে থাকতে চেয়েছি। যখনই এসব ঘটনা ঘটবে আমি জনগণের কাছে যাব।'

Advertisement

রাজ্যপাল আরও জানান,রাজভবনের উত্তর গেটের নাম পরিবর্তন করে রাখা হবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট।

Advertisement