সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর হস্তফা নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল তাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় বলেছেন, 'আমি ইস্তফা দিচ্ছি বলে কে রটাচ্ছে। এটা ভুল রটনা হচ্ছে। আমি যে লড়াই শুরু করেছি, তার শেষ দেখে ছাড়ব। কোনও মানুষই সারা জীবন থাকে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমার বিষয়ে কয়েকজন আইনজীবী ভুল বোঝাচ্ছেন।'
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। গতকাল সোমবার এ নিয়ে হাইকোর্টের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টকে। হলফনামায় জানাতে হবে, আদৌ কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে নিজের এজলাসের মামলা নিয়ে কিছু মন্তব্য করেছেন?'
আজ হাইকোর্টে আসার পরে প্রথমে নিজের এজলাসে যাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই হাইকোর্টে জল্পনা ছড়িয়েছিল যে তিনি ইস্তফা দিতে চলেছেন। দুপুর ২টো নাগাদ এজলাসে এসে এনিয়ে মুখ খোলেন বিচারপতি। তিনি বলেন, 'প্রথমার্ধে বসিনি, এর মধ্যেই আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি এটা কে রটাচ্ছে। ইন্টারভিউ যখন দিয়েছি, তার উত্তরও তো আমাকেই দিতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি হাতে আসলেই উত্তর দেব। যে লড়াই শুরু করেছি, তার শেষ দেখে ছাড়ব। কোনও মানুষই সারা জীবন থাকে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমার বিষয়ে কয়েকজন আইনজীবী ভুল বোঝাচ্ছেন।'