scorecardresearch
 

Weekend Weather Update: আজ থেকে উত্তুরে হাওয়া, রবিবারের মধ্যে ৫ ডিগ্রি নামবে পারদ, নতুন সপ্তাহেই জাঁকিয়ে শীত?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধারে ফর্মে ফিরছে শীত৷ ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই ফিরেছে ঠান্ডার আমেজ। সেইসঙ্গে সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তেমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷ চলতি সপ্তাহের শেষে ও নতুন সপ্তাহের শুরুতে কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? ঠান্ডা জাঁকিয়ে পড়বে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 এবার হু হু করে নামবে তাপমাত্রা এবার হু হু করে নামবে তাপমাত্রা

 বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধারে ফর্মে ফিরছে শীত৷ ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই ফিরেছে ঠান্ডার আমেজ। সেইসঙ্গে সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে  শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তেমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷ চলতি সপ্তাহের শেষে ও নতুন সপ্তাহের শুরুতে কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? ঠান্ডা জাঁকিয়ে পড়বে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস বলছে, বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ জেলায় জেলায় পারদ আরও নামবে।  চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে মনোরম আবহাওয়া থাকলেও, দিন কয়েকের মধ্যেই কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে জেলায় জেলায়। সপ্তাহের শেষ থেকে তাপমাত্রার পারদ ক্রমশ কমতে থাকবে। আগামী সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। হাওয়া অফিসের কথায়, একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমে যাবে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।  সোমবার অবধি কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা নেই। । তবে এখনই শীত  কামড় বসাবে না বলেই জানানো হয়েছে। কারণ, মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে।  অর্থাৎ হাড়কাঁপানো ঠান্ডার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

আরও পড়ুন

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের কিছু কিছু অংশ। এছাড়াও আগামী কয়েক দিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লেই সরে যাবে কুয়াশা সেই চাদর।

Advertisement

কলকাতার ওয়েদার আপডেট 
মহানগরীতেও শীতের আমেজ। গতকাল রাতে কলকাতা শহরের তাপমাত্রাও নেমেছে। চলতি সপ্তাহের শেষের দিকে তিলোত্তমায় শীতের অনুভূতি বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এই জেলাগুলিতে কুয়াশার পূর্বাভাস
আজ থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। ফলে  রাজ্যের তাপমাত্রা নামবে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্যের একাধিক জেলায়। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ রাজ্যের ৯ জেলায়।  সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
 

Advertisement