scorecardresearch
 

Indian Museum Firing Case Update : জাদুঘর গুলিকাণ্ডে ধৃত CISF জওয়ানের পুলিশ হেফাজত

রবিবার অক্ষয় কুমার মিশ্রকে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কলকাতা পুলিশ। আদালতে সরকারি আইনজীবী জানান, অক্ষয় কুমার মিশ্রর ছোঁড়া গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও একজন। তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সওয়াল শেষে কলকাতা পুলিশের আবেদন মতো অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

Advertisement
জাদুঘর গুলিকাণ্ডে ধৃতের পুলিশ হেফাজত জাদুঘর গুলিকাণ্ডে ধৃতের পুলিশ হেফাজত
হাইলাইটস
  • জাদুঘরে এলোপাথাড়ি গুলি
  • ধৃত সিআইএসএফ জওয়ান
  • অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ

জাদুঘড়ে গুলি চালানোর ঘটনায় ধৃত সিআইএসএফ জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। রবিবার তাঁকে ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জাদুঘরে গুলি চালানোর ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় তাঁকে। এদিন আদালতে তাঁর হয়ে কোনও আইনজীবীকে সওয়াল করতে দেখা যায়নি। 

রবিবার অক্ষয় কুমার মিশ্রকে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কলকাতা পুলিশ। আদালতে সরকারি আইনজীবী জানান, অক্ষয় কুমার মিশ্রর ছোঁড়া গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও একজন। তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সওয়াল শেষে কলকাতা পুলিশের আবেদন মতো অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

গতকাল সন্ধ্যায় পার্কস্ট্রিটে জাদুঘরের ব্যারাকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন সিআইএসএফ জওয়ান অক্ষয় কুমার মিশ্র। তাতেই মৃত্যু হয় এক সিআইএসএফ জওয়ানের। আহত ডিএসপি পদমর্যাদার আরও এক অফিসার। প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চালান তিনি। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় গ্রেফতার করা হয় তাঁকে। 

রবিবার মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার আগে, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ধৃত জওয়ান জানান, এক ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার তাঁকে গত দু-আড়াই মাস ধরে হেনস্থা করছিলেন। এদিকে গতকালের এই ঘটনার পর আজ জাদুঘরে দর্শকের সংখ্যা যথেষ্টই কম। এরই মাঝে জাদুঘর কর্তৃপক্ষের সিদ্ধান্ত, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা আগ্নেয়াস্ত্র হাতে দর্শকদের কাছে থাকবেন না।

আরও পড়ুনবিয়ের আসরে Amazon-এ গোরের মালা অর্ডার বরের, VIRAL


 

Advertisement