রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে NDA। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাংলার রাজনৈতিক নেতাদের। স্বাভাবিকভাবেই জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছে রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। তবে কংগ্রেস, তৃণমূল ও সিপিআই-এম এর তরফে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় তৃণমূলের কী প্রতিক্রিয়া সেই দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। তবে এখনই এই নিয়ে মন্তব্য করতে রাজি নয় ঘাসফুল শিবির। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেস এখনই কোনও মন্তব্য করছে না। আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই একটি বৈঠক ডেকেছেন। সেখানেই বিষয়টি স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এ নিয়ে কোনও মন্তব্য করব না।'
আরও পড়ুন : NDA-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়, ঘোষণা নাড্ডার
এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, 'জগদীপ ধনখড় একজন শিক্ষিত মানুষ। যোগ্য ব্যক্তি। তিনি আইনজ্ঞ। তবে তিনি কৃষকের না শ্রমিকের সন্তান তা জানি না।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'আমাদের কাছে এটা নতুন কোনও খবর নয়। দার্জিলিংয়ে সেদিন বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সেদিনই পরিষ্কার হয়ে গেছে। পশ্চিমবাংলার রাজ্যপাল হিসেবে যাঁকে নিয়ে আসা হবে তাও নিশ্চয় ঠিক হয়ে গেছে। তবে তৃণমূল এত ফিল্ডিং করলেন ধনখড়ের হয়ে। শেষে উপ কেন? এতে রাজ্যপাল অসম্মানিত হলেন না তো ?'
Congratulations and best wishes to the Governor of West Bengal Shri @jdhankhar1 to be nominated as the Vice-President candidate of BJP and the NDA.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 16, 2022
Your knowledge & stiff resistance against the tyranny of the ruling party in Paschim Banga is undeniable.
"People's Governor" pic.twitter.com/8e3plekm2D
এদিকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা জগদীপ ধনখড়কে অভিনন্দন জানান।