scorecardresearch
 

'কালীঘাটের কাকু'কে SSKM থেকে বের করে জোকা ESI নিয়ে গেল ED

SSKM থেকে বের করে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু'কে। সূত্রের খবর, বুধবার রাতে জোকা ইএসআই থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাতে করেই জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। তবে কি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে আজই 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে? সেই নিয়েই এখন তুঙ্গে জল্পনা। তবে এখনও এই বিষয়ে কিছু স্পষ্ট করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। 

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • SSKM থেকে বের করে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু'কে।
  • সূত্রের খবর, বুধবার রাতে জোকা ইএসআই থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স আনা হয়।
  • শেষ পাওয়া খবর অনুযায়ী, তাতে করেই জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের।

SSKM থেকে বের করে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু'কে। সূত্রের খবর, বুধবার রাতে জোকা ইএসআই থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাতে করেই জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। তবে কি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে আজই 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে? সেই নিয়েই এখন তুঙ্গে জল্পনা। তবে এখনও এই বিষয়ে কিছু স্পষ্ট করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। 

প্রসঙ্গত, ED-র দাবি, গত ২০-ই ফেব্রুয়ারি বিকেল পৌনে ৬টা নাগাদ নিজের মোবাইল থেকে কাউকে ফোন করেন  সুজয়কৃষ্ণ ভদ্র। সেই ফোন কলে সমস্ত কল ডিটেইলস, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দেওয়ার নির্দেশ দেন। সেই ফোন কলে থাকা ব্যক্তি যে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণই, তা প্রমাণ করতে চাইছে ইডি। আর সেই কারণে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আর্জি করে তারা। সেই আর্জিকে ছাড়পত্র দেয় ব্যাঙ্কশাল কোর্ট। 

ব্যাঙ্কশাল কোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে যান সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু সেখানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

আরও পড়ুন

গত প্রায় সাড়ে ৪ মাস ধরে SSKM হাসপাতালেই ভর্তি আছেন কালীঘাটের কাকু। গত ২৪ নভেম্বর SSKM-কে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। সেই বোর্ড জানায়, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে কোনও সমস্যা নেই। 

এর পরেই বুধবার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এনে কালীঘাটের কাকুকে বের করে জোকা ইএসআই-এর দিকে রওনা দেন আধিকারিকরা। 

Advertisement