scorecardresearch
 

Kalyan Banerjee: ট্রাম্পের 'বয়স' তুলে দলকেই বার্তা তৃণমূলের কল্যাণের? কী বললেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এ দিন 'সুরবদল' করেছেন কল্যাণ। ২০২২ সালে তিনি জানিয়েছিলেন,'একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি নেত্রী বলে মানেন, অন্য কাউকে নয়'।

Advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়'।
  • ট্রাম্পের উদাহরণ দিয়ে বোঝালেন কল্যাণ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফের বসেছেন ডোনাল্ড ট্রাম্প। বয়স ৭৮। তৃণমূল নবীন বনাম প্রবীণ বিবাদ নিয়ে বিতর্ক আরও একবার উস্কে ট্রাম্পের 'বয়স' স্মরণ করিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন,'ট্রাম্প জেতার পর এটা মনে হল, রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়'। 

তৃণমূলের অন্দরে নবীন ও প্রবীণ বিতর্ক সর্বজনবিদিত। নির্দিষ্ট বয়সের পর সংসদীয় রাজনীতিতে থাকা উচিত নয় বলে মত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ম নিজের ক্ষেত্রেও প্রয়োগ করতে চান তিনি। সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণরা দলের নেতার মতের সঙ্গে সহমত হননি। এ দিন আরও একবার কল্যাণ বুঝিয়ে দিলেন, রাজনীতিতে বয়স কোনও ফ্যাক্টর নয়। সেজন্য উদাহরণ দিলেন ডোনাল্ড ট্রাম্পের। 
   
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এ দিন 'সুরবদল' করেছেন কল্যাণ। ২০২২ সালে তিনি জানিয়েছিলেন,'একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি নেত্রী বলে মানেন, অন্য কাউকে নয়'। কুণালের এক্স হ্যান্ডেলে অভিষেককে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করা প্রসঙ্গে এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'আমরা সবাই তাঁকে নেতা হিসেবে মানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে হবেন, সেটা দল ও মমতাদি সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সারা বাংলার মানুষ যাঁকে গ্রহণ করেছেন, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার পর তিনিই নেতৃত্ব দিতে পারেন। অভিষেক আগামী দিনে প্রশাসনের শীর্ষে আসবে, তা নিয়ে কোনও দ্বিধা নেই'।

এদিকে, ওয়াকফ বিল নিয়ে ৯ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের যুগ্ম সংসদীয় কমিটির (JPC)  বৈঠক বয়কট করার কথা  এ দিন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'জেপিসি কমিটির চেয়ারম্যান দেশের স্বার্থে কাজ করছেন না। নিজেদের অ্যাজেন্ডা মোতাবেক অগণতান্ত্রিক কাজ করছেন। বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না। বাধ্য হয়েই এই বয়কটের ডাক দিচ্ছি'।
 

আরও পড়ুন

Advertisement

Advertisement