scorecardresearch
 

এক টিকিটেই দমদম থেকে রুবি, দুই ভিন্ন রুট মেলাবে কবি সুভাষ

চালু হয়ে যাচ্ছে শহরের একের পর এক মেট্রোর লাইন। জোকা-তারতলার পর এবার মেট্রো (Metro Rail) চলবে রুবি পর্যন্ত। চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে।

Advertisement
নতুনরূপে কবি সুভাষ মেট্রো স্টেশন। নতুনরূপে কবি সুভাষ মেট্রো স্টেশন।
হাইলাইটস
  • চালু হয়ে যাচ্ছে শহরের একের পর এক মেট্রোর লাইন।
  • জোকা-তারতলার পর এবার মেট্রো (Metro Rail) চলবে রুবি পর্যন্ত।

চালু হয়ে যাচ্ছে শহরের একের পর এক মেট্রোর লাইন। জোকা-তারতলার পর এবার মেট্রো (Metro Rail) চলবে রুবি পর্যন্ত। চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। রুবি (Ruby Metro) মোড়ে অবস্থিত মেট্রো স্টেশনটির নাম হেমন্ত মুখার্জী স্টেশন। কলকাতা

মেট্রোর কমলা লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবা চালু শুধু সময়ের অপেক্ষা এই ৫.৪ কিলোমিটার প্রসারিত পথটি খোলার সঙ্গে সঙ্গে  প্রথমবারের মতো দুটি মেট্রো লাইন (অর্থাৎ নীল লাইন এবং কমলা লাইন) কবি সুভাষ স্টেশনে সংযুক্ত হতে চলেছে।

নবনির্মীত কবি সুভাষ মেট্রো স্টেশন।

রাজারহাট মেট্রো প্রকল্প হয়ে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই বহু প্রতীক্ষিত লাইন চালু হলে, যাত্রীদের জন্য একটি খুব সুবিধাজনক পরিবহন ব্যবস্থার পথ খুলে যাবে। কোনও যানজটের সম্মুখীন না হয়েই গন্তব্যে পৌঁছনো যাবে। দক্ষিণেশ্বর থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোর) পর্যন্ত যাওয়া যাবে নির্ঝঞ্ঝাটে। আলাদা টোকেনও কিনতে হবে না।

যেহেতু ইস্টার্ন রেলওয়ের নিউ গড়িয়া স্টেশনটি নতুন উন্নত কবি সুভাষ স্টেশনের সংলগ্ন, তাই শিয়ালদহ দক্ষিণ বিভাগ থেকে আসা মানুষরা যেমন ক্যানিং, ডায়মন্ড হারবার এবং নামখানার মতো জায়গা থেকে খুব সহজেই এবং সুবিধাজনকভাবে কলকাতা আসবে পারবেন। কবি সুভাষ স্টেশনটি দুটি মেট্রো রুটের একটি ইন্টারফেস হিসাবে কাজ করবে (যেমন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর) এবং শহরতলির পূর্ব রেল।

নীল ও কমলা লাইনের সংযোগস্থল কবি সুভাষ স্টেশন।

নবনির্মিত কবি সুভাষ স্টেশন এখন ঝাঁ চকচকে। ১৭টি এসকেলেটর, ২টি গ্লাস ক্যাপসুল লিফট-সহ একাধিক লিফট। ১৯টি সিঁড়ি। ২২টি ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ১৬টি AFC গেট বসানো হয়েছে। দুটি ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্মও থাকবে। যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, মহিলাদের জন্য টয়লেট,পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে।

Advertisement

স্টেশন চত্বরে তাজা হাওয়া চলাচলের জন্য বিশেষ এয়ার জেটও লাগানো হয়েছে। সাজানো হয়েছে নান্দনিকভাবে। প্রশস্ত কনকোর্স, ম্যুরাল, কোলাজ, আলংকারিক দেয়াল চিত্র, প্রবেশদ্বারে রয়েছে একটি চরকা।

আরও পড়ুন-Kolkata metro: বড় খবর : কলকাতা মেট্রোর নতুন ৫ রুট, উদ্বোধন কবে?

 

Advertisement