সকাল থেকে বিপর্যস্ত কলকাতার ট্রাফিক। আদিবাসী সংগঠনের মিছিলের জেরে সকালে অবরুদ্ধ হয়েছিল হাওড়া সেতু। তার পর যত বেলা বেড়েছে তত যানজট বেড়েছে। গোটা কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছে গাড়ির ভিড়ে। আদিবাসীদের মিছিল ধর্মতলার দিকে এগোতেই আশেপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে তীব্র যানজট। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশের রাস্তায় গাড়ির লম্বা লাইন।
অফিস টাইমে আদিবাসীদের মিছিলের জেরে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। লঞ্চ পরিষেবাও বিপর্যস্ত। অত্যাধিক ভিড়ের কারণে কিছুটা সময় বন্ধ রাখতে হয় ফেরি পরিষেবা। লঞ্চ ধরে যাঁরা কলকাতায় এসেছেন তাঁরা রেহাই পাননি। কারণ বাস পেতে সমস্যা হয়েছে। রাস্তায় দীর্ঘক্ষণ ধরে থমকে রয়েছে একের পর এক বাস।
সকাল ১১টা নাগাদ কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, মিছিলের জেরে অবরুদ্ধ হয় ধর্মতলা ক্রসিং, গণেশচন্দ্র অ্যাভিনিউ, লেনিন সরণী, জহরলাল নেহরু রোড, রেড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, হাওড়া সেতু, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, পার্ক স্ট্রিট।
Traffic update:-
— Kolkata Traffic Police (@KPTrafficDept) September 29, 2023
Due to a procession traffic is affected on the following roads
1. Esplanade Crossing .
2. G C Avenue,
3. Lenin Sarani,
4. J L Nehru Road
6. Red Road,
7. B B Ganguly Street.
8. Mayo Road.
শুক্রবার সকাল ৯টা নাগাদ হাওড়া সেতুতে শুরু হয় আদিবাসীদের অবরোধ। পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন আদিবাসীরা। তাঁদের দাবি, কুড়মি-মাহাতোরা জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছে। তাঁদের রাজনৈতিক মদতও দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে 'ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস'।