scorecardresearch
 

Tridhara RG Kar Protest: ত্রিধারা স্লোগান-কাণ্ডে ধৃত ৯ জনকে জামিন, তবে কড়া শর্ত বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন স্লোগান-কাণ্ডে গ্রেফতার ৯ জন। সপ্তমীর সন্ধ্যা ত্রিধারার পুজো মন্ডপে স্লোগান দেওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এদিন কলকাতা হাইকোর্ট তাঁদের জামিন দিলেও কিছু শর্ত বেঁধে দিয়েছে।

Advertisement
পুজোর মাঝেই স্লোগান-বিক্ষোভ ত্রিধারায়। সপ্তমীর ছবি। পুজোর মাঝেই স্লোগান-বিক্ষোভ ত্রিধারায়। সপ্তমীর ছবি।

কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন স্লোগান-কাণ্ডে গ্রেফতার ৯ জন। সপ্তমীর সন্ধ্যা ত্রিধারার পুজো মন্ডপে স্লোগান দেওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এদিন কলকাতা হাইকোর্ট তাঁদের জামিন দিলেও কিছু শর্ত বেঁধে দিয়েছে-

১. কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। 

২. দুর্গাপুজোর কার্নিভাল বিঘ্নিত হতে পারে, এমন কোনও কাজ করা যাবে না। 

আরও পড়ুন

এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর

কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ৯ জন ধৃতদের প্রত্যেকের এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন। শুধু তাই নয়, ধৃতদের প্রত্যেককে প্রতি সপ্তাহে থানায় গিয়ে হাজিরা দিয়ে আসতে হবে। 

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ৯ জনের রক্ষাকবচ থাকবে। তবে তাঁরা আর কোনও পুজো মণ্ডপে বিক্ষোভ করতে পারবেন না, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের। 

পুলিশ যা জানিয়েছিল

পুলিশের দাবি, সম্পূর্ণ প্ল্য়ান করে পুজোর মণ্ডপে স্লোগানিং করা হয়। হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেই সেই তথ্য মিলেছে। পুলিশ জানিয়েছে, ব্যবস্থা না নিলে আরও পুজো মণ্ডপে অশান্তি ছড়ানো হতে পারে। 

নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধৃতরা। তারপরেই শর্ত বেঁধে দিয়ে তাঁদের জামিন দিলে আদালত। 

Advertisement