Nabanna Abhijan Traffic Updates: আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুন ও আরজি কর হাসপাতালে দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি স্বঘোষিত সংগঠনের নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা। আজ অর্থাত্ মঙ্গলবার ওই সংগঠনের ডাকে নবান্ন অভিযানে যুক্ত হয়েছে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও। নবান্ন অভিযানকে রুখতে কলকাতা ও হাওড়ায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নবান্নগামী সব রুটে পুলিশের পাশাপাশি নেমেছে র্যাফও। নবান্নকে কার্যত দুর্গে পরিণত করে ফেলা হয়েছে।
যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ
আজ বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সপ্তাহের কাজের দিনে বাড়ি থেকে বেরিয়ে তাই অসুবিধার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ। আজ নেট পরীক্ষাও রয়েছে। তাই আজ কলকাতা-হাওড়া রুটে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ রা হয়েছে, জেনে নেওয়া যাক।
ডানকুনি থেকে কলকাতা কীভাবে ঢোকা যাবে?
ট্র্যাফিক পুলিশ জানাচ্ছে, ১৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতামুখী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি ব্রিজ এড়াতে হবে। নিবড়া থেকে নিবেদিতা সেতু দিয়ে আসতে পারে। ডানকুনির দিক থেকে কলকাতা ঢুকতে গেলে, তাদেরও নিবেদিতা সেতুই ধতে হবে। দ্বিতীয় হুগলি ব্রিজ নয়। আবার কলকাতা থেকে হাওড়ামুখী যেসব গাড়ি দ্বিতীয় হুগলি ব্রিজ বা হাওড়া ব্রিজ ধরতে চায়, তাদেরও নিবেদিতা সেতু দিয়েই যেতে হবে। হাওড়া স্টেশন থেকে গাড়ি হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকতে হলে,জি টি রোড বা নিবেদিতা সেতু ধরতে হবে।
হাওড়ায় কোন রাস্তার কী অবস্থা?
হাওড়ার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তা-ও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
--নিবড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কোণা এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
--আলমপুর এবং লক্ষ্মীনারায়ণতলা মোড়ের মাঝে আন্দুল রোডে যান নিয়ন্ত্রণ করেছে হাওড়া পুলিশ।
--মল্লিক ফটক এবং বেতাইতলার মাঝে জি টি রোডে যান নিয়ন্ত্রণ রয়েছে।
--মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড এড়িয়ে যাওয়াই ভাল।
-- কাজিপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোডে যাননিয়ন্ত্রণ করা হচ্ছে।
-- কাজিপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং পর্যন্ত ফোরশোর রোডে যান চলাচল নিয়ন্ত্রিত।
-- হাওড়া স্টেশন থেকে গ্র্য়ান্ড ফোরশোর রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।