কলকাতা মেট্রোর অভিনব উদ্যোগ। এবার শিশুযাত্রীদের জন্য মেট্রোর ডিসপ্লেবোর্ডে কার্টুন দেখানো হবে। উত্তর-দক্ষিণ মেট্রোর মেধা রেকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনগুলি, যা শুধুমাত্র স্টেশনের নাম এবং রুট ম্যাপ দেখাত, এখন কার্টুন শো-গুলির মতো শো দেখানো শুরু করল। মেট্রো যাত্রীদের ভ্রমণের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এবং মেট্রো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে।
প্রথম দিনেই যাত্রীরা শোটি পুরোপুরি উপভোগ করেছেন এবং মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। উত্তর-দক্ষিণ মেট্রোতে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগের প্রচুর প্রশংসা করেছেন এবং তাদের ধন্যবাদ জানাতে মেট্রো কর্মকর্তাদের ফোন করেছেন। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ, মেট্রোতে প্রথম ধরনের, বাচ্চাদের যাত্রাকে বিনোদনমূলক করে তুলবে কারণ তারা স্কুল থেকে বাড়ি ফেরার পথে টম অ্যান্ড জেরির সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পাবে।
অন্যদিকে, প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনভাবে ডিজাইন করা এই এসি রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে। বাংলার ব্রাইডাল এবং টেরাকোটা শিল্পকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এই রেকগুলি ডিজাইন করা হচ্ছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই রেকের প্রতিটি কোচে স্থানীয় শিল্প ও কারুশিল্প তুলে ধরা হবে। এছাড়া প্রতিটি কোচের দুই পাশে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট।
এই রেকগুলির সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হল এক কোণে দাঁড়ানো আসনের ব্যবস্থা, যেখানে স্থান সীমিত। বিমানবন্দরগামী যাত্রীরা এই আসনগুলির নীচে তাদের লাগেজ রাখতে পারবেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও মেট্রো যাত্রা আরও আরামদায়ক করা জন্য থাকছে বিশেষ হ্যান্ডেল, অ্যান্টি-স্কিড ফ্লোরিং এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়া জরুরি কোনও পরিস্থিতিতে, যাত্রীরা 'টক টু ড্রাইভার ইউনিট'-এর মাধ্যমে মোটরম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।