সম্প্রসারিত চলেছে জোকা-তারাতলা মেট্রো রুট। এই লাইনে মেট্রো জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত চলার কথা। দীর্ঘ কয়েক বছর ধরেই এই রুটে মেট্রোর কাজ চলছে। অবশেষে বেহালাবাসীর দাবি মেনেই খুলে যেতে পারে এই সম্প্রসারিত অংশ। এমনই জানা গিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে।
উল্লেখ্য, বছর কয়েক আগে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে তাতে দমে যায়নি মেট্রো কর্তৃপক্ষ। (Majherhat Metro)। ব্রিজ ঠিক হয়ে যাওয়ার পরেই স্টেশন ও লাইন তৈরির কাজে গতি এসেছে। বর্তমানে সেই নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
আপাতত প্ল্যাটফর্মের ছাদে পিভিসি শিট লাগানোর কাজ চলছে। এছাড়াও স্টেশনে চলন্ত সিঁড়ি এবং বয়স্ক যাত্রীদের জন্য লিফট বসানোর কাজও হচ্ছে। স্টেশনের দেওয়ালে ম্যুরালও করা হচ্ছে। সবমিলিয়ে মাঝেরহাট স্টেশনকে আন্তর্জাতিক মানের এবং দৃষ্টিনন্দন করে তুলতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না মেট্রো কর্তারা।
উল্লেখ্য, জোকা-তারাতলা এই ছোট্ট রুটটিতে বর্তমানে যাত্রী প্রায় হয় না বললেই চলে। একটি মেট্রো মিস হলে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। কারণ, ওই রুটে একটি মাত্র মেট্রোই চলাচল করছে এখনও। তাই মেট্রোর বদলে সেখানকার যাত্রীদের সিংহভাগই বাস কিংবা অটোর উপর বেশি নির্ভরশীল। তবে মাঝেরহাট অবধি মেট্রো চালু হয়ে গেলে, এই যাত্রী সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তারা।