scorecardresearch
 

Kolkata Metro Services Durga Puja 2023: পুজোয় রাতভর মেট্রো, আজ থেকেই স্পেশাল সার্ভিস, রইল টাইম টেবিল

গতবছরের মতো এবারেও দুর্গাপুজোয় বিশেষ পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। পরিষেবা মিলবে সারারাত। ফলে রাতে ঠাকুর দেখতে যাওয়া, বা ঠাকুর দেখে ফেরার পথে কোনওরকম সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা আজ, পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একনজরে জেনে নেওয়া যাক পুজোর মেট্রো পরিষেবা।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • গতবছরের মতো এবারেও দুর্গাপুজোয় বিশেষ পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো।
  • পরিষেবা মিলবে সারারাত।

গতবছরের মতো এবারেও দুর্গাপুজোয় বিশেষ পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। পরিষেবা মিলবে সারারাত। ফলে রাতে ঠাকুর দেখতে যাওয়া, বা ঠাকুর দেখে ফেরার পথে কোনওরকম সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা আজ, পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একনজরে জেনে নেওয়া যাক পুজোর মেট্রো পরিষেবা।

পঞ্চমী ও ষষ্ঠী
যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা

আরও পড়ুন

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ১০টা ৩৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ১০টা ৪০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ১০টা ৫০ মিনিট
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ২২টা ৫০ মিনিট

সপ্তমী , অষ্টমী ও নবমী
দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২৪৮টি পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ অথবা ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।

প্রথম পরিষেবা
দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর ১২টা ৫৫ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
দমদম থেকে কবি সুভাষ দুপুর ১টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টা
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর ১টা
গীতাঞ্জলি থেকে দমদম দুপুর ১টা
শ্যামবাজার থেকে কবি সুভাষ দুপুর ১টা

Advertisement

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ভোর ৩টে ৪৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ভোর ৩টে ৪৮ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৪টে
কবি সুভাষ থেকে দমদম ভোর ৪টে

দশমী
বিজয়ার দিন মিলবে ১৩২টি মেট্রো পরিষেবা। মেট্রো চলবে বেলা ১টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর পাওয়া যাবে পরিষেবা।

প্রথম পরিষেবা
দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
দমদম থেকে কবি সুভাষ দুপুর ১টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ৯টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ১০টা
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ১০টা

একাদশী থেকে ত্রয়োদশী
পুজোর পরে অর্থাৎ একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্তও বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সেক্ষেত্রে ওই ৩ দিন ২৩৪ টি পরিষেবা পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ২৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি সাড়ে ৯টা
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪০ মিনিট
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ৯টা ৪০ মিনিট

এই বিশেষ পরিষেবা মূলত মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরেই মিলবে বলে জানা যাচ্ছে। এরপর অক্টোবরের ২৯ তারিখ থেকে আবার সাধারণ দিনের মতো মিলবে পরিষেবা।

 

Advertisement