কলকাতার মেট্রো রেলওয়ে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডোরের নির্মাণ কাজ দ্রুততর করেছে। যা এখন এই লাইনটির একমাত্র অসমাপ্ত অংশ। মেট্রো কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে, সিগন্যালিং এবং বৈদ্যুতিক কাজের পরিকল্পনাও শুরু হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশনারের (CRS) চূড়ান্ত পরিদর্শন ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে পরিকল্পনা রয়েছে।
কাজের পরিকল্পনা:
১৫ ডিসেম্বর: পশ্চিম-গামী ট্র্যাকের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ শেষ
৩১ জানুয়ারি: বৈদ্যুতিক কাজ শেষ
১৫ মার্চ: সিগন্যালিং কাজ শেষ
এই কাজ দ্রুত এগিয়ে নিতে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হয়েছে। মহাকরণ থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত সীমিত সেবা চলবে।
দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি এই বছরের শেষের দিকে পশ্চিম-গামী (হাওড়া-গামী) টানেলে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পূর্ব-গামী (সল্ট লেক-বাউন্ড) টানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ শেষ করতে চায়। সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ শেষ হলে ইলেকট্রিক্যাল ও সিগন্যালিংয়ের কাজ হাতে নেওয়া হবে। রেলওয়ে নিরাপত্তা কমিশনার (CRS) দ্বারা একটি পরিদর্শন, বাণিজ্যিক চালানোর আগে বাধ্যতামূলক, মার্চ মাসে পরিকল্পনা করা হচ্ছে৷
মেট্রোর জেনারেল ম্যানেজার, পি. উদয় কুমার রেড্ডি, ২২ অক্টোবর বউবাজারে মেট্রোর কাজ পরিদর্শন করেছেন৷ মেট্রো সূত্রের খবর, ইস্ট-ওয়েস্টের শিয়ালদহ-এসপ্লানেড পথের পশ্চিমমুখী সুড়ঙ্গ বৌবাজারের বিপত্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিটের সুড়ঙ্গের চার পাশের মাটি ধুয়ে গিয়ে সুড়ঙ্গের একাংশের আকৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশে সুড়ঙ্গের চার পাশের মাটির ভার বহন ক্ষমতা ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।