ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভ। মুদিয়ালিতে PSC অফিসের সামনে বিক্ষোভ দেখাল চাকরি প্রার্থীদের একাংশ। পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে নিতে চাইলেও তাতে কর্ণপাত করেননি প্রার্থীরা। এদিকে এত গরমে বিক্ষোভ দেখানোর সময় অসুস্থ হয়ে পড়েন একাধিক চাকরিপ্রার্থী।
এদিন সকালে PSC অফিসের সামনে ধরনার বসেন SI পদের চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, আইনি জটিলতার কারণে ২০১৯-এর পর থেকে নিয়োগ বন্ধ ছিল। তারপর জটিলতা কেটেছে। নিয়োগ শুরু হয়। তবে মোট ৯১৭ জনের নাম ছিল প্যানেলে। তাঁদের মধ্যে মাত্র ১০০ জনকে চাকরি দেওয়া হয়। বাকিদের এখনও কোনও ডাক আসেনি।
আরও পড়ুন : অক্ষয় তৃতীয়ায় TMC-র অফিসের উদ্বোধন, পুরোহিত শোভনদেব
চাকরিপ্রার্থীরা এও জানান, তাঁরা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ প্রত্যাহার করবেনন না। এর আগে বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনও কাজ হয়নি। বিক্ষোভকারীরা জানান, একাধিকবার প্রতিনিধি দল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। কিন্তু কোনও সমাধান হয়নি। তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই প্যানেলে অনেকে চাকরি পেলেও তাঁরা কেন পাচ্ছেন না?
এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের তরফে চাকরি প্রার্থীদের বোঝানো হয়। কিন্তু, প্রার্থীরা পুলিশের কথায় কর্ণপাত করেননি। তাঁদের দাবি. এরকম প্রতিশ্রুতি পুলিশের তরফে আগেও দেওয়া হয়েছে তবে কোনও সুরাহা মেলেনি। তাই যতক্ষণ না কোনও আধিকারিক এসে তাঁদের প্রতিশ্রুতি না দেন তাঁরা উঠবেন না।
আর এক চাকরিপ্রার্থী বলেন, 'গত ৪ মাস ধরে প্যানেলে ঝুলে আছে। SAT-এ কেস চলছিল। তারও সমাধান হয়েছে। পিএসসি জানিয়েছিল, ২৫ তারিখ বিকেলে প্যানেল দেওয়া হবে। কিন্তু কথা রাখা হয়নি। এর আগে পিএসসি আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেছে। আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছে। আমাদের এরপর আত্মহত্যা ছাড়া অন্য কোনও পথ থাকবে না। আমরা অনুরোধ করছি যেন আমাদের চাকরি দেওয়া হয়।'
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়েছে। তারপরও তারা অফিসের কাছ থেকে সরে যেতে রাজি হননি। তাঁদের আইনি পথ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।