কলকাতা পুরসভা পুজোর আগে শহরের কয়েকটি রাস্তা সংস্কারের উদ্যোগ নিল। পুরসভার তরফে যার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কার করা হবে বড়বাজারের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট ও উত্তর কলকাতার কাশীপুর রোডের একটি অংশ। সূত্র জানায়, গত কয়েক মাস ধরে দুটি রাস্তাই বেহাল দশায় রয়েছে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে ওই দুটি রাস্তায়।
কাশীপুর রোডের প্রায় এক কিলোমিটার অংশ এবং ঝিল রোড ক্রসিং এবং দক্ষিণে চিৎপুর সেতুর মধ্যে মেরামত করা হবে।
“প্রায় এক মাস আগে ভূগর্ভস্থ ড্রেনেজ লাইন বসানোর কাজ শেষ হলেও তারপর থেকে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে। রাস্তার একপাশে পাইপ বসানোর কাজ করা হয়েছিল কিন্তু অন্য পাশটিও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল,” বলেছেন কসিপুরের বাসিন্দা।
কেএমসি আধিকারিক বলেছেন যে তারা একটি পুঙ্খানুপুঙ্খ মেরামত করার জন্য একটি ঠিকাদারকে বেছে নিয়েছেন। “আমরা সম্ভবত পুজোর পরে শুরু করব। পুজোর আগে কিছু প্যাচওয়ার্ক করা যেতে পারে, ”আধিকারিক বলেছিলেন।
কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগবে বলেও জানান তিনি।
সূত্র জানায়, সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় লোকজনের দাবি রয়েছে। ট্রাফিক পুলিশও রাস্তা মেরামতের বিষয়টি কেএমসির কাছে তুলেছে। কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিট, যার উপরে একবার বিবেকানন্দ ফ্লাইওভার চলত, কাঠামো ভেঙে যাওয়ার পর থেকে এটি মেরামত করা হয়নি। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা পুজোর আগে কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিটে মেরামত শুরু করার পরিকল্পনা করছেন৷ কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে।