scorecardresearch
 

দেশের প্রথম! ব্যাঙ্ক জালিয়াতি দমন থানা খুলছে কলকাতা পুলিশ, কী ভাবে তদন্ত? জানুন জরুরি তথ্য

ব্যাঙ্ক জালিয়াতিতে রাশ টানতে সাইবার থানার ধাঁচে প্রথম অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা খুলতে চলেছে লালবাজার (Lalbazaar)। কিছুদিন আগেই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে নতুন এই থানা খোলার প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। সূত্রের খবর, সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর ইতিমধ্যেই নতুন থানা খোলার কাজও শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। নির্বাচনের পরে ২০২১ সালের মধ্যেই লালবাজারের অন্দরে খোলা হতে পারে  নতুন এই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ব্যাঙ্ক জালিয়াতি রুখতে আরও তৎপর কলকাতা পুলিশ
  • খোলা হচ্ছে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা
  • দেশের মধ্যে সম্ভবত কলকাতাতেই প্রথম হচ্ছে এই থানা

দেশ যত ডিজিটাল হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ততই বদলাচ্ছে অপরাধের ধরন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার এবং ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত অভিযোগের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউনের পর থেকেই কলকাতা শহরে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। এবার সেই সমস্ত অপরাধেই রাশ টানতে সাইবার থানার ধাঁচে প্রথম অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা খুলতে চলেছে লালবাজার (Lalbazaar)। কিছুদিন আগেই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে নতুন এই থানা খোলার প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। নির্বাচনের পরে ২০২১ সালের মধ্যেই লালবাজারের অন্দরে খোলা হতে পারে  নতুন এই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা। 

লালবাজারে স্পেশাল টাস্কফোর্স বা কলকাতা পুলিশের এসটিএফ থানা এবং সাইবার থানার পর এই নিয়ে তৃতীয় কোনো বিশেষ থানা হতে চলেছে। নতুন এই থানা চালু হলে কলকাতা পুলিশই দেশের মধ্যে সম্ভবত প্রথম কোনো পুলিশ কমিশনারেট হবে, যেখানে শুধুমাত্র ব্যাংক প্রতারণার অভিযোগের তদন্তের জন্য বিশেষ একটি থানা থাকবে। এতদনি পর্যন্ত ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত তদন্তের কাজ করতো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অন্তর্গত অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশন। কিন্তু এবার সেই সেকশনের থেকে থানায় রূপান্তরিত হলে, তদন্তের অগ্রগতি বহুগুণ বৃদ্ধি পাবে বলেই দাবি পুলিশের। গোয়েন্দা দপ্তরের এক আধিকারিক জানান, সেকশন থেকে থানায় রূপান্তরিত হলে এবার তাঁরা নিজেরাই এফআইআর করার ক্ষমতা পাবেন। এতদিন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর প্রয়োজনে তাঁরা তদন্তভার হাতে নিতে পারতেন। কিন্তু এবার থেকে নিজস্ব থানা হওয়ায় ১৫৪ সিআরপিসি অনুযায়ী, নিজস্ব ক্ষমতা বলে তাঁরাই মামলা দায়ের করে তদন্ত শুরু করতে পারবেন। 

এছাড়া বাড়ানো হবে বাহিনীর সংখ্যা, উন্নত হবে পরিকাঠামোও। নিয়ম অনুযায়ী থানায় রাখতে হবে একটি নিজস্ব লকআপ। সব মিলিয়ে খুব শীঘ্রই একটি পরিপূর্ণ থানার রূপ পেতে চলেছে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশন। যেখানে দায়িত্ব সামলাবেন ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্তে অভিজ্ঞতা সম্পন্ন বাছাই করা অফিসারেরা। বিশেষ এই থানায় কাজ শুরু হলে নিত্যদিন ঘটে চলা ব্যাঙ্ক প্রতারণার মতো অপরাধে অনেকটাই রাশ টানা যাবে বলেই মনে করছে কলকাতা পুলিশ।

Advertisement

 

Advertisement