scorecardresearch
 

কখন বিসর্জন-মাইক বাজানো যাবে? বাসন্তী পুজোয় একগুচ্ছ নির্দেশ কলকাতা পুলিশের

রাজ্যের পরিবেশ দফতরের নির্দেশে কলকাতা পুলিশ ইতিমধ্যেই একটি নির্দেশ জারি করেছে। যে নির্দেশে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নির্দেশ না মানলে মাইক, বক্স, অ্যাপ্লিফায়ার ইত্যাদি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলিকে। পুজোর দিনগুলোতে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement
পুজোর দিনগুলোতে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুজোর দিনগুলোতে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাইলাইটস
  • রাজ্যের পরিবেশ দফতরের নির্দেশে কলকাতা পুলিশ ইতিমধ্যেই একটি নির্দেশ জারি করেছে।
  • নির্দেশে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
  • পুজোর দিনগুলোতে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাসন্তী পুজো শুরু হয়ে গিয়েছে। চৈত্রমাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই হল প্রকৃত দুর্গাপুজো। আজ, ৮ এপ্রিল বাসন্তী পুজোর সপ্তমী। আগামী ১১ এপ্রিল পুজোর দশমী। ১০ এপ্রিল, নবমীর দিন দেবী অন্নপূর্ণার পুজো। সব মিলিয়ে জমজমাট সপ্তাহ। আর তাই বাড়তি সতর্ক কলকাতা পুলিশও।

রাজ্যের পরিবেশ দফতরের নির্দেশে কলকাতা পুলিশ ইতিমধ্যেই একটি নির্দেশ জারি করেছে। যে নির্দেশে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। রাজ্যে চলা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার কথা মাথায় রেখে শব্দ বিধি মেনে মাইক বাজানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

পুজোর দিনগুলিতে মাইক, বক্স, অ্যাপ্লিফায়ার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ না মানলে মাইক, বক্স, অ্যাপ্লিফায়ার ইত্যাদি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলিকে। ৯০ ডেসিমেলের বেশি শব্দে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Kolkata Police Notice

অন্নপূর্ণা পুজোর দিনগুলোতে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। আগামী ১০ ও ১১ এপ্রিল, রবিবার আর সোমবার প্রতীমা বিসর্জনের জন্য নির্ধারিত হয়েছে। পুজোর দিনগুলোয় আইনশৃঙ্খলা ধরে রাখতে গোটা বিষয়টায় স্থানীয় পুলিশ প্রসাশনকে কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement