scorecardresearch
 

Christmas Security of Park Street: আঁটোসাঁটো নিরাপত্তায় পার্ক স্ট্রিট, বড়দিনের ভিড় সামলাতে নিয়োজিত ৩ হাজার পুলিশ

ওমিক্রন আতঙ্কের মধ্যেই বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ২৫ ডিসেম্বর প্রচুর মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বেশ কিছু ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটে ৩ হাজার পুলিশ ফোর্স নামান হবে নিরাপত্তার দায়িত্বে।

Advertisement
নামছে ৩ হাজার পুলিশকর্মী নামছে ৩ হাজার পুলিশকর্মী
হাইলাইটস
  • নামছে ৩ হাজার পুলিশকর্মী
  • ১১টি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে
  • মহিলাদের জন্য বিশেষ বাহিনী

ওমিক্রন আতঙ্কের মধ্যেই বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ২৫ ডিসেম্বর প্রচুর মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বেশ কিছু ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটে ৩ হাজার পুলিশ ফোর্স নামান হবে নিরাপত্তার দায়িত্বে। 

ক্রিসমাসে পার্কস্ট্রিটের নিরাপত্তা
বড়দিনে এ বার পার্ক স্ট্রিটে নিরাপত্তার  দায়িত্বে থাকছেন প্রায় ৩০০০ পুলিশকর্মী। পার্কস্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত মোট ৬টি জোনে ভাগ করা হচ্ছে। এই ৬ জোনের দায়িত্বে থাকবেন ৬ ডিসি। পার্কস্ট্রিট সংলগ্ন সমস্ত রাস্তায় থাকবে কড়া পুলিশি নজরদারি। পার্কস্ট্রিটে ১১ টি ওয়াচ টাওয়ার থাকবে। শহরে মোট থাকবে ১০০টি পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ। 

পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ
২৩ তারিখ রাত থেকেই পার্কস্ট্রিটে শুরু হয়ে যাচ্ছা স্পেশাল নাকা চেকিং। ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শহর জুড়ে ৯০টি পুলিশ পিকেট থাকছে। সার্জেন্ট ব়্যাঙ্কের পুলিশ অফিসাররা বাইকে পেট্রোলিং চালাবেন। পাশাপাশি পুলিশের ১০টি পিসিআর ভ্যান টহল দেবে শহরে। 

মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোড়
এবার মহিলাদের নিরাপত্তার বিষয়টিতে বাড়তি নজর দিয়েছে পুলিশ প্রশাসন। ২৫ তারিখ সকাল থেকেই পার্কস্ট্রিট চত্বর জুড়ে থাকবে উইনার্স টিম। তবে কেবল পার্কস্ট্রিট নয় শহরের সমস্ত শপিং মল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ও বিনোদন কেন্দ্রগুলিতে মহিলাদের নিরাপত্তায় থাকবে উইনার্স টিম। স্পেশাল পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে চার্চগুলিতেও। 

বর্ষশেষে বিশেষ ছাড়
২৪ ডিসেম্বর  থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল থাকবে শহরে। রাতে থাকবে না কোনো পুলিশি কড়াকড়ি। শহরের বার, পাব ও পানশালা গুলি খোলা থাকবে ভোর ৪টে পর্জন্ত।
 

Advertisement