মা উড়ালপুল (Maa Flyover) বা এজিসি বোস ফ্লাইওভারে ঘুড়ির সুতোয় দুর্ঘটনা যেন থামতেই চাইছে না। প্রায় প্রতি সপ্তাহেই চিনা মাঞ্জার (China Manja) সুতো গলায় লেগে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা। রবিবার সকালে দুর্ঘটনার শিকার হলেন খোদ কলকাতা পুলিশের একজন ট্রাফিক সার্জেন্ট। এদিন ডিউটিতে যাওয়ার পথে এজেসি বোস ফ্লাইওভারের উপরে গলায় ঘুড়ির সুতো আটকে পড়ে যান তিনি। মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান রুপম সাহা নামে ওই ট্রাফিক সার্জেন্ট।
পুলিশ সূত্রে খবর, পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের অফিসার রুপম সাহা রবিবার (Sunday) সকালে নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। এজেসি বোস ফ্লাইওভার এবং মা উড়ালপুলের সংযোগস্থলের কাছাকাছি পৌঁছতেই তাঁর গলায় একটি ঘুড়ির সুতো পেঁচিয়ে যায়। চিনা মাঞ্জার কারণে গলায় কিছুটা কেটেও যায়। তবে রবিবার সকালবেলা তুলনামূলকভাবে রাস্তা ফাঁকা থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন বলেই পুলিশ সূত্রে খবর।
বারেবারে একই ঘটনা
এর আগেও এই একই কারণে দুর্ঘটনার সাক্ষী থেকেছে শহর কলকাতা (Kolkata)। গত মে মাসের শেষের দিকে চিনা মাঞ্জার কারণে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক আরোহী। যার জেরে নাক মুখ ফেটে যায় তাঁর। গত জুলাই মাসেও ঘটে একই ঘটনা। সেবারেও মা ফ্লাইওভারেই চিনা মাঞ্জার জেরে বাইক থেকে ছিটকে পড়েন ২ জন। একজনের গুরুতর আঘাত লাগে। শুধু তাই নয়, গলায় মাঞ্জা জড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে শহরে।