scorecardresearch
 

Kolkata Viral Beggar: কলকাতার রাস্তায় ভিক্ষে করলেন ভ্লগার, সারাদিনে কত আয় হল?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই এখন ট্রেন্ড। আর সেই কারণেই নানা অদ্ভুত কাজ করে থাকেন নেটিজেনদের একাংশ। তবে এবার 'মহৎ' কাজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলেন কলকাতার এক যুবক। ছেঁড়া জিনস ও টি-শার্ট পরে কলকাতার রাস্তায় ভিক্ষা করতে দেখা গেল এক যুবককে। তবে সেখান থেকে পাওয়া টাকা একজন বয়স্ক গৃহহীন মহিলাকে দেন। আর এখানেই মন জিতেছেন কলকাতার পান্থ দেব।

Advertisement
Kolkata man poses as beggar for a day Kolkata man poses as beggar for a day

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই এখন ট্রেন্ড। আর সেই কারণেই নানা অদ্ভুত কাজ করে থাকেন নেটিজেনদের একাংশ। তবে এবার 'মহৎ' কাজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলেন কলকাতার এক যুবক। ছেঁড়া জিনস ও টি-শার্ট পরে কলকাতার রাস্তায় ভিক্ষা করতে দেখা গেল এক যুবককে। তবে সেখান থেকে পাওয়া টাকা একজন বয়স্ক গৃহহীন মহিলাকে দেন। আর এখানেই মন জিতেছেন কলকাতার পান্থ দেব।

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল। ওই যুবক জানিয়েছেন, 'বাইরের পৃথিবীতে টিকে থাকা খুব কষ্টের। ছেঁড়া জামা প্যান্ট পরে ব্রিজের নীচে বসেছিলাম। কেউ কিছু দিচ্ছিল না। একজন আন্টি ২০ টাকা দিয়েছিল। তারপর আর কেউ কিছু দিচ্ছিল না। পরে আরও দুজন ২ টাকা করে দিলেন। আর শেষে একজন বাইক চালক দিলেন ১০ টাকা। দিনের শেষে কত আয় হল? ওই যুবকের দাবি দিনের শেষে ৩৪ টাকা পেয়েছিলাম। সেটা একজন গৃহহীনকে দান করেছি।' 

ভিডিওটি শেয়ার করে পান্থ দেব নামে ওই যুবক ক্যাপশনে লিখেছেন, '২৪ ঘণ্টা ভিক্ষাবৃত্তির চ্যালেঞ্জ।' ভিডিওতে, ওই যুবক দর্শকদের কাছে তার পরিচয় দেন। তারপরে একটি ছেঁড়া টি-শার্ট এবং জিন্স পরে একটি সেতুর নীচে তিনি বসে পড়েন। ভিক্ষা করার সময় হাতে একটি বাটিও ধরেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখে নানা জনে নানা প্রতিক্রিয়া দিয়েছে। কেউ কেউ যুবককে নিয়ে মজা করে বলেছিলেন যে লোকজন এখন প্রচার পাওয়ার জন্য জন্য কত কিছু করতে পারে, অন্যরা তার প্রশংসা করে বলেছিলেন যে একজন ভিক্ষুককে অর্থ দেওয়া একটি ভাল কাজ।

‘নতুন স্টার্টআপ আইডিয়া দিলেন,’ একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী রসিকতা করেছেন। ' আরেকজন বাংলায় লিখেছেন, 'কেন আপনি আপনার মূল্যবান সময় নিয়ে দরকারি কিছু করেন না। তৃতীয়জন মন্তব্য করেছেন, 'এটা চরম বেকারত্ব। চতুর্থজন লিখেছেন, 'এন্ডিং আমাকে পেয়েছে। সাবাশ।

পথচারিদের প্রতিক্রিয়াও ধরা পড়েছে ভিডিওতে
তাঁর কাছে ভিক্ষা চাইতে গিয়ে পথচারীরা কী প্রতিক্রিয়া দেখান, তা ধরা পড়েছে গোটা ভিডিওতে। কেউ কেউ তাকে টাকা দিলেও অন্যরা তাকে পুরোপুরি উপেক্ষা করে। দিনের শেষে তিনি তার উপার্জিত অর্থ একজন বয়স্ক গৃহহীন মহিলাকে দেন।
 

Advertisement