scorecardresearch
 

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে সমস্ত FIR-এ স্থগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা

বিজেপি (BJP) নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (LOP Suvendu Adhikari) বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ মামলা করতে চলেছে আইনজীবী আবু সোহেল। শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement
শুভেন্দুর বিরুদ্ধে সমস্ত FIR-এ স্থগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা শুভেন্দুর বিরুদ্ধে সমস্ত FIR-এ স্থগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা
হাইলাইটস
  • ২৬টি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • আবু সোহেল এই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন

বিজেপি (BJP) নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (LOP Suvendu Adhikari) বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ মামলা করতে চলেছে আইনজীবী আবু সোহেল। শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Chief Justice Prakash Shrivastava) ডিভিশন বেঞ্চ আবু সোহেলকে (Abu Sohel) মামলা করার অনুমতি দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এছাড়াও আদালতের অনুমতি ছাড়া ভবিষ্যতে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না বলেও জানিয়ে দেন বিতারপতি। শুভেন্দুকে এই বিষয়ে আগেই রক্ষাকবচ দিয়েছিল আদালত। তার পরেও কী ভাবে এত এফআইআর দায়ের হয়, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি।

আবু সোহেল এই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি মিলেছে আদালতের তরফে। তাঁর দাবি,, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ। তাঁর বক্তব্য না শুনেই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছে। তাই রায় খারিজ করে তাঁর বক্তব্য শোনা হোক।

 

Advertisement