scorecardresearch
 

শনিবার সকালে ঝমঝমিয়ে বৃষ্টি! রবি থেকেই জাঁকিয়ে শীত?

কলকাতার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। শনিবার ভোররাতে কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রাও কিছু কমেছে। আজ শনিবার দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
শনিবার সকালে কলকাতার কোথাও কোথাও বৃষ্টি হয়েছে (প্রতীকি ছবি) শনিবার সকালে কলকাতার কোথাও কোথাও বৃষ্টি হয়েছে (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • শনিবার ভোররাতে কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি
  • রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে
  • উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় হতে পারে বৃষ্টি

কলকাতার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। শনিবার ভোররাতে কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রাও কিছু কমেছে। আজ শনিবার দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে রবিবারও। কাল, রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। সোমবার থেকে ফের ঝকঝকে আকাশ দেখতে পাওয়া যেতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। রবিবার তাপমাত্রা সামান্য কমতে পারে। 

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় শুক্রবার রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল যথাক্রমে ৮১ এবং ৬৭ শতাংশ।

কলকাতার কোথাও কোথাও শুক্রবার রাতে দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছিল। শনিবার ভোররাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর ফলে কলকাতার অনেক জায়গায় জল জমে গিয়েছে। জল জমে যাওয়ার ফলে যান চলাচলে অসুবিধা হয়। গাড়ির গতিবেগ কমে যায়। জমা জল সরতে খানিকটা সময় লাগে। ফলে কলকাতার গতিবেগ অনেকটা কমে যায়। যান চলাচল নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিশকে। তবে জল যাতে দ্রুত সরানো যায়, সে ব্য়াপারে উদ্যোগ নেওয়া হয়েছিল।

রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর? বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে তারা।

Advertisement

Advertisement