scorecardresearch
 

Mahua Moitra : আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনে শিহরিত : মহুয়া

'ক্যাশ ফর কোয়ারি' কেলেঙ্কারিতে অভিযুক্ত TMC সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনার অন্ত নেই। গত ২ নভেম্বর তিনি এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন। এথিক্স কমিটি থেকে মাঝপথে বেরিয়ে চলে আসেন তিনি। মহুয়ার অভিযোগ করেছিলেন, এথিক্স কমিটি তাঁকে অশ্লীল প্রশ্ন করেছিল। যা কোনওভাবেই কাম্য নয়।

Advertisement
মহুয়া মৈত্র মহুয়া মৈত্র
হাইলাইটস
  • 'ক্যাশ ফর কোয়ারি' কেলেঙ্কারিতে অভিযুক্ত TMC সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনার অন্ত নেই
  • তার মধ্যেই বোমা ফাটালেন সাংসদ

'ক্যাশ ফর কোয়ারি' কেলেঙ্কারিতে অভিযুক্ত TMC সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনার অন্ত নেই। গত ২ নভেম্বর তিনি এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন। এথিক্স কমিটি থেকে মাঝপথে বেরিয়ে চলে আসেন তিনি। মহুয়ার অভিযোগ করেছিলেন, এথিক্স কমিটি তাঁকে অশ্লীল প্রশ্ন করেছিল। যা কোনওভাবেই কাম্য নয়। 

তবে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে সাংসদ নিজে একের পর এক ট্যুইট করেছেন। বিজেপির তরফেও তাঁকে পাল্টা ট্যুইট করা হয়। রবিবার আবারও ট্যুইট করে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, বিজেপি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরিকল্পনা করছে। ট্যুইটে তিনি ফের এথিক্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অশ্লীল ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। মহুয়ার কটাক্ষ, 'আমার তো ভয় করছে।' 

মৈত্র লেখেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, কত জোড়া জুতা আছে। প্রসঙ্গত, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তের জন্য একটি কমিটি গঠনের অনুরোধ করেছিলেন। তিনি অবিলম্বে মহুয়াকে হাউস থেকে সাসপেন্ড করার দাবিও জানিয়েছিলেন। নিশিকান্ত দুবে সেই চিঠিতে লিখেছিলেন, মহুয়া মৈত্র সংসদে যে ৬১টি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে ৫০টি আদানি গ্রুপ সংক্রান্ত।

আরও পড়ুন

মহুয়ার ট্যুইট

বিজেপিকে লক্ষ্য করে আর একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, 'ভুয়ো-মিথ্যে অভিযোগ দিয়ে মহিলা সাংসদকে বের করে দেওয়ার আগে, মনে রাখবেন যে আমার কাছে এথিক্স কমিটির রেকর্ডগুলি রয়েছে। চেয়ারম্যানের সস্তা, জঘন্য ও অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের বিরোধিতা, আমার বিরোধিতা- এর কোনও মূল্য নেই আমার কাছে।'  

এথিক্স কমিটির বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে সেদিন মহুয়া বলেছিলেন, 'এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন।' মহুয়ার অভিযোগ, বৈঠকে তিনি গালে হাত রেখেছিলেন। তা নিয়েও বাজে কথা বলা হয়েছে। মহুয়াকে যে ভাবে প্রশ্ন করা হয়েছে, তা নিয়ে সরব হন বিএসপির সাংসদ দানিশ আলি।
 

Advertisement

 

Advertisement