scorecardresearch
 

Mamata Banerjee Durga Puja Announcement : দুর্গাপুজোর জন্য একলাফে ১০ হাজার টাকা বাড়ালেন মমতা, ক্লাবগুলি পাবে ৭০ হাজার

Mamata Banerjee : দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানালেন এবার আর্থিক সাহায্য বাড়িয়ে দেওয়া হল। তিনি বলেন, আগে টাকা দেওয়া হত না। এখন দেওয়া হচ্ছে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • বাড়িয়ে দিলেন আর্থিক অনুদান

দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি জানালেন এবার আর্থিক সাহায্য বাড়িয়ে দেওয়া হল। গতবার ছিল ৬০ হাজার টাকা। এবার তা হল ৭০ হাজার টাকা (Mamata Banerjee Durga Puja Announcement) । প্রতিটি পুজো কমিটি এই টাকা পাবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগে খুব কষ্ট করে পুজো করতে হত। সেই সময় কোনও পুজো কমিটি বিজ্ঞাপন পেতেন না। আমরা সেজন্য এগিয়ে আসি। আর্থিক সাহায্য দিতে শুরু করি। আমাদের একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো। এবার ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম।'

তবে এই ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগে কোনও ক্লাববে কেউ সাহায্য করতাম না। কেন ইমাম ভাতা, পুরোহিত ভাতা পাবে? এসব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। যদি কোনও দাঙ্গা লাগে তাহলে একজন ইমাম সেই দাঙ্গা মেটায়। সব পুরোহিত বড়লোক নয়। অনেক পুরোহিত গরিব আছে। এই নিয়ে হয়তো কোর্ট কেস হবে। ক্লাবগুলোকে কেন টাকা দেওয়া হয় জানেন ?  কারণ তারা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি করে। মানুষের সচেতনতা বাড়ায়, সাহায্য করে। আমরা ক্লাবকে কিনি না। এটা পরিষ্কার কথা। এই অনুদান নিয়ে হয়তো কালই কোর্টে হবে PIL।' 

আরও পড়ুন

পুজো নিয়ে নির্দেশিকাও দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'পুলিশের সঙ্গে সহযোগিতার জন্য স্কুলের পড়ুয়াদের স্বেচ্ছাসেবক রাখতে হবে। মণ্ডপে প্রবেশ ও বাহিরের আলাদা পথ রাখতে হবে। সেই সঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও রাখতে হবে। বিসর্জনের জায়গায় আলো ও ব্যারিকেডের ব্যবস্ করতে হবে। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এখন থেকেই করে রাখতে হবে।' 

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, পুজোর তিন মাসে গরিব মানুষের উপকার হয়। তাদের উপার্জন বাড়ে। রাজ্যের বিভিন্ন লোকশিল্পের সঙ্গে যুক্ত মানুষরা পুজোয় জায়গা করে নেন। তাঁদের যাতে পুজোর সময় বাড়তি রোজগার হয় সেটা দেখতে হবে। পাশাপাশি তিনি বললেন, বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হত, এ বার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে৷

Advertisement

পুজোর বিসর্জন নিয়েও সূচি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, ২০ থেকে ২৪ অক্টোবর পুজো। বিসর্জন হবে ২৪, ২৫, ২৬ অক্টোবর। যাঁরা কার্নিভালে অংশ নেবেন না, তাঁরাই এই দিনগুলিতে বিসর্জন করবেন। ২৭ তারিখ পুজোর কার্নিভাল হবে।  

 

Advertisement