scorecardresearch
 

নেতাজির জন্মদিবসে বিশেষ কমিটি, নবান্নে ঘোষণা মমতার

নেতাজির় সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে অনেক বিশিষ্টজনের সঙ্গে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও।  নেতাজির বিষয়ে সব তথ্য সামনে না আসায় এদিন কেন্দ্রের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • নেতাজির জন্মদিবসে বিশেষ কমিটি, ঘোষণা মমতার
  • নবান্নে এই ঘোষণা করলেন তিনি
  • কমিটিতে নোবেলজয়ী দুই বাঙালি
  • নেতাজির সব তথ্য সামনে আনেনি কেন্দ্র, দাবি মমতার

নেতাজির় সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে অনেক বিশিষ্টজনের সঙ্গে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও।  নেতাজির বিষয়ে সব তথ্য সামনে না আসায় এদিন কেন্দ্রের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বিশেষ কমিটি গঠন

এদিন সাংবাদিক বৈঠকে এই কমিটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কমিটিতে রয়েছেন নোবেলজয়ী অর্মত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়,ব্রাত্য বসু, সুগত বসু শীর্ষেন্দু মুখ্যোপাধ্যায়। বিভিন্ন বিশ্ববিদ্যায়েরর উপাচার্যরাও স্থান পেয়েছেন এই কমিটিতে। কমিটির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি সম্পর্কে কী বললেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "নেতাজি সম্পর্কিত অনেক তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সব তথ্য সামনে আনেনি। আমি ক্ষমতায় আসার পরে কলকাতা বিমানবন্দরের নামকরণ নেতাজির নামে করানোর উদ্যোগ নিয়েছি। জন্মদিবসের জন্য বিভিন্ন কর্মসূচি চলবে। ২০২১ এর ২৩ শে জানুয়ারি থেকে ২০২২এর ২৩শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মপন্থা, ভাবাদর্শ, আন্দোলন, দেশপ্রেম চারিদিকে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি থাকবে। নেতাজির স্লোগান জয় হিন্দ গোটা দেশকে সংযুক্ত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র জন্মদিনটি জানি,মৃত্যুদিন এখনও জানি না। আজও তাঁঁর স্বজন, পরিবার ও সমর্থকরা জানতে পারলেন না, শেষ বিদায়টা আদৌ হয়েছিল কিনা। কেন্দ্রীয় সরকার বলেছিল তাঁরা এবিষয়ে জানাবে। কিন্তু তারাও জানাতে পারেনি।নেতাজি সম্পর্কিত আজও অনেক সত্য আমরা এখনও জানতে পারিনি। গান্ধীর ১৫০ তে জন্মদিবসে অনেক কিছু পোগ্রাম নেওয়া হয়েছিল কিন্তু কিছুই করা হয়নি। আমরা কিন্তু সেই সব প্রতিশ্রুতি রেখেছি। কেন্দ্রীয় সরকার সেখানে কিছুই করতে পারেনি। আমরা যেটা বলি সেটা করি। আশা করি প্রতিটি রাজ্য সরকারও এবিষয়ে সহমত হবেন।"

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এখন তো দেখছি ইতিহাস পরিবর্তন করারও একটা প্রবণতা তৈরি হয়েছে। যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বাদ দিয়ে, যারা স্বাধীনতা আন্দোলনে বিরোধিতা করেছিলেন তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক ভাবে রং করা হচ্ছে।"

Advertisement

Advertisement