scorecardresearch
 

মোদীকে UP-খোঁচা মমতার! 'BJP-রাজ্য বলে বেশি টিকা দেবেন, এটা অন্যায়'

কেন্দ্রের বিরুদ্ধে ফের ভ্যাকসিন নিয়ে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, "আমাদের ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন। কিন্তু পেয়েছি মাত্র ২কোটি ১২ লাখ। বিজেপি শাসিত রাজ্যে বেশি দেবেন, আর বাংলাকে দেবেন না, এটা তো অন্যায়।" পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন ভ্যাকসিন নিয়ে পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে চিঠি লিখেছেন তিনি। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • টিকা নিয়ে সরব মমতা
  • "অনেক রাজ্যকে বেশি টাকা দেওয়া হচ্ছে"
  • কেন্দ্রকে তোপ মমতার

কেন্দ্রের বিরুদ্ধে ফের ভ্যাকসিন নিয়ে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, "আমাদের ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন। কিন্তু পেয়েছি মাত্র ২কোটি ১২ লাখ। বিজেপি শাসিত রাজ্যে বেশি দেবেন, আর বাংলাকে দেবেন না, এটা তো অন্যায়।" পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন ভ্যাকসিন নিয়ে পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে চিঠি লিখেছেন তিনি। 

মমতা বলেন, "করোনার দৈনিক আক্রান্ত ৮০০ থেকে ৯০০-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমাদের লক্ষ্য এটা আরও কমানো। অন্যান্য রাজ্যে আরও বাড়ছে করোনা কেস। এটা বুঝতে পারছি না। আড়াই কোটি মানুষকে টিকাকরণ হয়েছে। প্রথম ডোড ১.৮ কোটি মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছে ৭০ লাখ মানুষ। ভ্যাকসিন আমাদের প্রয়োজন ১৪ কোটি। কেন্দ্রীয় সরকার এটার জন্য ৩০ হাজার কোটি বাজেট রেখেছিল। কিন্তু আমরা ভ্যাকসিন পাচ্ছি না। প্রয়োজন ১৪ কোটি, অথচ আমরা পেয়েছি ২.১২ কোটি। টিকাতে আমাদের সবথেকে বেশি ফল আমাদের। অনেক রাজ্যকে বেশি টাকা দেওয়া হচ্ছে। কিছু কিছু রাজ্যকে তা দেওয়াই হচ্ছে না।" 

মমতা বলেন, "আজ আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলাম। উনি বলেছেন সবথেকে বেশি উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে। ওখানে বেশি দিক আপত্তি নেই। কিন্তু বিজেপি আছে বলে আপনি বেশি দেবেন, আর বাংলাকে টাকা দেবেন না, ত্রাণে টাকা দেবেন না, এটা তো অন্যায়। আর কিছু সংস্থাকে দিয়ে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে। এতো হেরেও লজ্জা নেই। কিছুতেই হারটা মেনে নিতে চাইছে না। নানারকম চক্রান্ত চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মায়েদের টিকাকরণ করার। কিন্তু ভ্যাকসিন যদি না পাই কোথা থেকে করব। আমি কেন্দ্রীয় সরকারকে আজকেও একটা চিঠি লিখেছি। সেখানে বলা আছে আমাদের আরও ভ্যাকসিন দেওয়া হোক। হয়তো কোনও উত্তর পাব না, কারণ উত্তর আমরা পাই না। তবু আমার দায়িত্ব প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসা। সেই দায়িত্ব পালন করছি।"

Advertisement

Advertisement