বাংলার ধূপগুড়ি-সহ সাত জায়গায় উপনির্বাচনের ফলে উজ্জীবিত বিরোধী শিবির। সেই কথাই ধরা পড়ল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জি২০ সম্মােলনে আমন্ত্রণ পেয়ে দিল্লিযাত্রার আগে তাঁর মন্তব্য,'এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক।'
ধূপগুড়ি বিজেপির শক্ত ঘাঁটি ছিল বলে মনে করিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়,'লোকসভায় এখানে বিজেপির প্রায় ১৯ হাজার ভোটের লিড ছিল। ধূপগুড়ি শক্ত ঘাঁটি ছিল বিজেপির। ওদের নেতামন্ত্রীরা একমাস ধরে ওখানে পড়েছিল। প্রতিটা হোটেল বুক ছিল।' তাঁর সংযোজন,'এটা উত্তরবঙ্গে বড় জয়। উত্তরবঙ্গের মানুষ আমাদের পাশে আছেন। পঞ্চায়েতেও ছিলেন।'
জাতীয় প্রেক্ষাপটেও এই জয় গুরুত্বপূর্ণ বলে মনে করেন মমতা। তাঁর বক্তব্য,'সারা ভারতে ৭টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে ৪টি আসনে হেরে গিয়েছে বিজেপি। আর উত্তরপ্রদেশের মতো জায়গায় হেরেছে। যে তিনটে জিতেছে তার মধ্যে দুটো ত্রিপুরার।'
এ দিন ত্রিপুরার বক্সনগর ও ধনপুর বিধানসভার ফল গিয়েছে বিজেপির পক্ষে। এর মধ্যে একটি আসন ছিল সিপিএমের। সেই প্রসঙ্গে মমতা বলেন,'ওখানে (ত্রিপুরা)কাউকে লড়তেই দেয় না। ত্রিপুরায় মাত্র ২টো লোকসভার আসন। ওই দিয়ে হাসির কোনও কারণ।'