scorecardresearch
 

Mamata On India Alliance: কংগ্রেসকে ক'টা আসন ছাড়তে চায় ইন্ডিয়া শরিকরা? জানালেন মমতা

যত দিন এগোচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে ইন্ডিয়া জোট! আদৌ কি বিরোধীরা আসন বণ্টন সুষ্ঠুভাবে করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, যার যেখানে শক্তি, সেখানে তারা লড়াই করুক। কিন্তু এই ফর্মুলায় রাজি নয় কংগ্রেস।

Advertisement
Mamata Banerjee Mamata Banerjee
হাইলাইটস
  • আদৌ কি বিরোধীরা আসন বণ্টন সুষ্ঠুভাবে করতে পারবে?
  • মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, যার যেখানে শক্তি, সেখানে তারা লড়াই করুক।

ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে কার্যত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সংহতি যাত্রা শেষে পার্ক সার্কাসের সভায় তারই আভাস দিলেন। মমতার সাফ কথা, বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলিকে আসন ছাড়া হোক। বাকি ৩০০ আসনে একা লড়ুক কংগ্রেস। সেখানে আঞ্চলিক দলগুলি প্রার্থী দেবে না। কংগ্রেসকে সাহায্য করবে। কিন্তু তাতে কংগ্রেস সম্মত নয় বলে দাবি তৃণমূল নেত্রীর। 

যত দিন এগোচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে ইন্ডিয়া জোট! আদৌ কি বিরোধীরা আসন বণ্টন সুষ্ঠুভাবে করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, যার যেখানে শক্তি, সেখানে তারা লড়াই করুক। কিন্তু এই ফর্মুলায় রাজি নয় কংগ্রেস। বাংলায় কংগ্রেসকে ২টি আসন ছাড়তে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা গররাজি কংগ্রেস। যদিও জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এ দিন আরও একবার বিজেপিকে হারাতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'ইন্ডিয়া নাম আমি দিয়েছি। আমরা মিটিংয়ে গেলে ৩৪ বছর যাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কথা শুনতে হচ্ছে। তাদের কোনও পরামর্শ নেব না। আমরা খুব অসম্মানিত হই। আমরা বলেছি, আঞ্চলিক দলগুলিকে ছেড়ে দিন আসন। ৩০০ আসনে একলা লড়ুন। ওরা বলছে, যা মর্জি করব। একটা কথা মাথায় রাখুন, বিজেপিকে সাহায্য করবেন না। আল্লা কসম আপনারা ক্ষমা করবেন না, আমিও করব না।'

বাংলায় সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকার কথাও মনে করিয়ে দিয়েছেন মমতা। বলেন, 'আমরা সভা করার হিম্মত দেখিয়েছে। অন্যরা কী সাহস করেছে? মন্দির মন্দির গেলেই হল! তিলজলা, রাজারহাট, পার্ক সার্কাস, গার্ডেনরিচ, মেটিয়াব্রুজ জ্বলছিল। আমি তখনও লড়াই ছাড়িনি। রাতভর পাহারা দিয়েছি। আমরা চাই, হিন্দু-মুসলিম-শিখ ও খ্রীষ্ট্রানরা ভাইবোনের মতো থাকে। আমরা বিজেপিকে একটাও আসন দেব না। আপনারা সাহায্য করুন।'

আরও পড়ুন

Advertisement

মুসলিম ভোট ভাগের চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগও করেছেন মমতা। নাম না করে নওশাদ সিদ্দিকীর দলকেও আক্রমণ করেছেন। তৃণমূল নেত্রীর বার্তা, 'কোনও ধর্মগুরু ভোট চাইলে বলুন, আপনারা বিজেপির টাকায় ভোটে পড়বেন না। জলসা করুন।' মোদী বলেন,'অনেকেই বড় বড় কথা বলে। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়। আবার মুসলিমদের মধ্যে দালাল নেতা তৈরি করেছে। তারা টাকা দেয়, আর মুসলিমদের মধ্যে ভাগ করার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মের জায়গায়। কর্ম থাকবে কর্মের জায়গায়। আমি এনআরসি করতে দিইনি। আমরা আটকে দিয়েছি। সেদিন আমি রাস্তায় নেমেছিলাম।'

মমতা আরও বলেন,'বিজেপি বলে, মমতাজ বেগম। কখনও কেউ বলে, আমি আপনাদের কোনও উন্নয়ন করিনি। আমার দুঃখ হয়। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল যেদিন, সেদিন কোথায় ছিল? রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম, কয়েক হাজার লোক মারা গিয়েছিল। অভিষেকের কথা ধরেই বলছি, এত মৃতদেহের উপরে দাঁড়িয়ে সম্মান জানাতে পারব না। এটা আমার ধর্ম শেখায় না। মৃতদেহগুলিকে শ্রদ্ধা জানাই। শহিদ হিসেবে ঘোষণা করি। ৩৪ বছর সিপিএমকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন। একটা মাদ্রাসা, কবর, শ্মশান তৈরি করেনি। কোনওদিন দুর্গাপুজোয় যেত না, তারা নাকি নাস্তিক! আমি ধর্ম মানি। আমার ধর্ম আমার। ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ইদের দিন আমন্ত্রণ করলে আমি যাই। রমজান মাসেও যাই। ববি জানে, আমিও রোজা রাখি, উপোস করি। ছোলা সেদ্ধ করে দেয়, সেটা লুকিয়ে আনে। আমার চেয়ে বেশি গুরুদ্বারে কেউ বেশি যায়নি। হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারে যাই। হালুয়াটা ভাল হয়। ওরা আমাকে দেয়।'

Advertisement