রাজ্যে করোনা সংখ্যা বাড়ছে। এই অবস্থায় স্কুল-কলেজ ও ট্রেন চলাচল নিয়ে পর্যালোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্ষবরণ পরিস্থিতির উপর নজর রাখছি। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেষে মেজাজ হারান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আশ্চর্য তো, নতুন বছর আমি কি করে আটকাবো। এখন সব রিভিড করা হচ্ছে। ওমিক্রন খুব দ্রুত ছড়াচ্ছে। মার্কেট কমিটিগুলো বলব স্যানিটাইজ করে কাজ করতে। সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা জানিয়ে দেবে। বিমান মন্ত্রক কী করছে সেটা দেখছি আমরা। ইউকে থেকে বিমান বেশি আসছে। বাইরের দেশ থেকে আসা যাত্রীদের অনেকেই আরটিসিপি টেস্ট করাতে চান না। সামনেই বর্ষবরণ পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা স্কুল ও কলেজের বন্ধ করার বিষয়ে রিভিউ করতে বলেছি। কিন্তু স্কুল বা কলেজ বন্ধ হবে, এমনটা আমরা বলিনি। আমরা বলেছি রিভিউ করা যাবে। কোন স্কুল-কলেজ কেমন অবস্থায় রয়েছে, সেগুলো দেখতে বলেছিল। বাচ্চাদের মধ্যে ওমিক্রন ছড়াচ্ছে কিনা সেটা দেখতে হচ্ছে। সংখ্যাটা একটু বাড়ছে। কারণ শহরতলিতে কোটি কোটি মানুষ যাতায়াত করেন।
মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর আমাদের বিষয় না। এটা জনগণের বিষয়। মানুষ উত্তরপ্রদেশ কিংবা বিহার থেকে এলে বিষয়টা আমাদের হাতে নেই। কেউ যদি ভাবে আমাদের যাওয়া ঠিক নেই। সে আসবে না। এটা আমাদের নয়, গোটা দেশের বিষয়। লোকাল ট্রেনের বিষয় আমরা পর্যালোচনা করছি।
একদিন আগেই মুখ্যমন্ত্রী বলেন, "ওমিক্রন ছড়াচ্ছে বেশি। ভয় পাওয়ার কারণ নেই। তবে সংক্রমণের সংখ্যাটা আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। আন্তর্জাতিক বিমান নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে কোভিড প্রোটোকল মানতে হবে। ট্রেন এখনই কমাতে হবে না। অনেকে গঙ্গাসাগরে আসবেন। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।"