scorecardresearch
 

Mamata on Abhijit: 'কাল থেকে জনগণ আপনার রায় দেবে,' অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নাম না-করে নিশানা মমতার

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে দলীয় পতাকা হাতে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি পতাকা হাতে নিয়েই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতি দূর করাই তাঁর মূল লক্ষ্য। আগামিদিনে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর পরামর্শ নিয়ে চলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এদিনই নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, এবার থেকে আপনার রায় জনগণ দেবে।

Advertisement
নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে দলীয় পতাকা হাতে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি পতাকা হাতে নিয়েই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতি দূর করাই তাঁর মূল লক্ষ্য। আগামিদিনে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর পরামর্শ নিয়ে চলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এদিনই নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, এবার থেকে আপনার রায় জনগণ দেবে। 

 নারী দিবস উদযাপনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিল করলেন। কলেজস্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের বিশেষ মিছিল ছিল এদিন। এদিনের মিছিলে নজর করেছেন সন্দেশখালির মহিলারা। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, আমাকে সবাই বলে, ‘‘বাবা বাংলায় যে সব রায় হচ্ছে! আমি বলি,  আছেন কেউ কেউ। এমন নির্দেশ দেন তাঁরা।’’ এরপরেই নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা।

 

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বিচারের চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন! এদের হাতে মানুষ বিচার পাবেন? তবে আমি খুশি, এদের মুখোশটা খুলে পড়ে গেছে। এবার জনগণ ওঁর রায় দেবে।" লোকসভা ভোটে তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনটাই শোনা যাচ্ছে। আর এই আবহেই মমতা বললেন, , "তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাব! ওরাই আপনার বিচার করবে, যাদের চাকরি আপনি খেয়েছেন।" রাজনীতির পাশাপাশি তিনি আইনজীবীও, সকথাও এদিন উল্লেখ করেন তৃণমূল নেত্রী। বলেন, "আমি জাজ নিয়ে বলতে পারি না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও একজন আইনজীবী, আইনে কোনটা সঠিক, কোনটা বেঠিক আমরাও জানি।"

Advertisement

মমতার কথায়, ‘আপনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব। স্টুডেন্টরাই লড়াই করবে।’ মমতা বলেন, ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি পার্টির কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? আমিও প্র্যাক্টিস করেছি এক সময়। আইনে কী বেঠিক কী সঠিক আমরাও জানি।’ এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও উল্লেখ করেছেন তৃণমূলনেত্রী।  মমতা বলেন, "কোনও সুয়োগ না দিয়ে ওয়ান সাইট গেম। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। রায় দেখে অনেকে আমাকে বলেওছেন, যা সব রায় বেরোচ্ছে, রায় দেখে তো রয়্যালবেঙ্গল টাইগারও ভয়ে পালিয়ে যাবে। তবে ওঁর মুখ থেকে মুখোশটা শেষ পর্যন্ত খসে পড়েছে এতে আমরা খুশী।"

Advertisement