দেখতে দেখতে ২৩-এ পা দিল তৃণমূল কংগ্রেস। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের সেই সংগ্রামের কথা মনে করালেন তৃণমূল নেত্রী। টুইটে উঠে এল ১৯৯৮ সালের সেই স্মৃতিচারণা।
বিধানসভা নির্বাচনের আগে TMC সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে বাম-কংগ্রেস। অনাস্থা না আনলেও যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে দল বদলের হিড়িক পড়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিধায়ক, থেকে সাংসদ বিজেপি ব্রিগেডে নাম লেখাতে তৈরি হচ্ছেন অনেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিষ্ঠা দিবসে কর্মীদের 'পুরানো সেই দিনের কথা' মনে করালেন মমতা।
As Trinamool turns 23 today, I look back at the journey we began on January 1st, 1998.
Our years have been of immense struggle, but throughout this time we have continued to achieve our objective of being committed to the cause of only the people. (1/2)
এদিন টুইটে তৃণমূল নেত্রী বলেন, ''১৯৯৮ সালের ১ জানুয়ারি শুরু হয়েছিল আমাদের পথ চলা। প্রচুর সংগ্রামের মধ্য়ে দিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছি আমরা। মানুষের স্বার্থে আমাদের লক্ষ্যই হবে এই লড়াই চালিয়ে যাওয়া। মা-মাটি-মানুষ ও দলের সব কর্মীদের আমার অভিনন্দন রইল। আগামী দিনেও বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করে গড়ে তুলব আমরা।''
এদিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। উপস্থিত ছিলেন ডেরেক'ও ব্রায়েন সহ তৃণমূল নেতা কর্মীরা। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য সুব্রতবাবু বলেন, ''২১ -এর নির্বাচন তাৎপর্যপূর্ণ। সংবিধানকে রক্ষার লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ততদিন লড়াই চলবে যতদিন সংবিধান ধ্বংসকারী বিজেপিকে সরানো যায়। আর শুধু নির্বাচন জিতে গেলে আমাদের লড়াই শেষ নয়। আমাদের লক্ষ্য ২০২৪। সব কর্মী ও বাংলার মানুষকে বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই পাশে থাকতে।''