রাজ্য বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। যেখানে পাওনা-গন্ডা নিয়ে ফের তোপ দাগলেন মোদী সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী যখন রাজ্য বাজেট নিয়ে ব্যস্ত তখন দিল্লিতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ। আর তাতেই রাজ্যের দুই মন্ত্রী ইস্তফা দিয়েছেন। ফলত কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করবেন, সেটাই ছিল স্বাভাবিক। আর তাতেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি কাকে মন্ত্রী করবে, কাকে মন্ত্রী করবে না। তা বিজেপির একান্ত অভ্যন্তরীণ বিষয়।' আর এই প্রসঙ্গেই বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর পদত্যাগ নিয়েও মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী।
বাবুলকে নিয়ে মমতার প্রতিক্রিয়া
বাবুল ও দেবশ্রীর পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে। রাজবংশী মহিলাও খারাপ হয়ে গিয়েছে। বিনাশকালে বুদ্ধিনাশ বিজেপির।' এদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইস্তফাও বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সঠিকভাবে কাজ করেনি।' শেষে মমতা বলেন, বিজেপি সবসময়ই একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি। বিনাশকালে বুদ্ধিনাশ বলেও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, 'কী কারণে মন্ত্রিসভার রদবদল হচ্ছে, তা বলতে পারব না। এটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।' তাঁর আরও সংযোজন, 'কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে সেটা ওদের ব্যাপার।' কটাক্ষের সুরে তার আরও সংযোজন, 'বিজেপি করোনাকে একটুও গুরুত্ব দেয় না। তাহলে দেশে সেকেন্ড ওয়েভ হত না। তাঁরা কেবলমাত্র রাজনীতি করে। রাজনীতিকেই গুরুত্ব দেয়। নাহলে দেশের সকল মানুষ এতদিন ভ্যাকসিন পেয়ে যেত।'
বাংলা পাচ্ছে ৪ মন্ত্রী
বাবুল ওদেবশ্রী পদত্যাগ করলেও পশ্চিমবঙ্গ এবার নতুন ৪ মন্ত্রী পেতে চলেছে। শোনা যাচ্ছে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীরা ৭ কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠক সেরেছেন।
বাবুলের প্রতিক্রিয়া
প্রথম মোদী মন্ত্রিসভাতে বাংলা থেকে মন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন তিনি। তবে ক্যাবিনেট সম্প্রসারণে এবার আর জায়গা হল না আসানসোলের সাংসদের। বাবুলের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় জবাব দেন বিজেপি সাংসদ। বাবুল লেখেন, 'আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমি প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি।' একইসঙ্গে ওই সোশ্যাল পোস্টে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বাবুল লিখেছেন- 'প্রতিমন্ত্রী হিসেবে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।' এখানেই শেষ নয়, তিনি লিখেছেন, 'কোনও দুর্নীতির কলঙ্ক ছাড়া আমি আমার কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি। ২০১৯-এ তাঁর ফলস্বরূপ তিনগুণ ভোটে আমাকে জয়ী করে আসানসোল।'
এদিকে মোদীর নতুন মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন ৪৩ জন নতুন মুখ। আজ বিকেলেই হতে চলেছে শপথগ্রহণ।